পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jamtara Gang Cyber Fraud: সক্রিয় জামতারা গ্যাং, সাইবার প্রতারণা রুখতে মানুষকে সচেতনে তৎপর পুলিশ - online Fraud

Cyber Fraud: উৎসবের মরশুম শুরু হলেই চারিদিকে শুরু হয়ে যায় বিভিন্ন প্রোডাক্টের উপরে লোভনীয় অফার ৷ মোবাইলেও আসতে থাকে নানা অফারের তালিকা ৷ সেই অফার দেখে সাধারণ মানুষও এগিয়ে আসেন ৷ পরে দেখা যায়, সেটি কোনও অফার নয়, প্রতারণার জাল ৷ যে জালে পা দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে ৷ এবার আরও বেশি সচেতনতার বার্তা নিয়ে সক্রিয় সাইবার ক্রাইম পুলিশ ৷

Etv Bharat
সাইবার প্রতারণা রুখতে তৎপর মালদা পুলিশ

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 9:33 PM IST

মালদা, 29 অগস্ট: এগিয়ে আসছে উৎসবের মরশুম ৷ আনন্দের এই মুহূর্তে মানুষের অসতর্কতাকে হাতিয়ার করে প্রতারণার জাল তৈরি করে জামতারা গ্যাং ৷ সেই ছক বানচাল করতে প্রথম থেকেই তৎপর পুলিশ ৷ অনলাইন সাইবার ক্রাইম নিয়ে শহরের বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে মালদা পুলিশ ৷

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "উৎসব মরশুমে সাইবার দুষ্কৃতীরা প্রতি বছরই সক্রিয় হয়ে ওঠে ৷ বিশেষ করে দুর্গাপুজোকে টার্গেট করে তারা ৷ পুজোর মাস দু'য়েক আগে থেকেই সোশ্যাল মিডিয়া অথবা মোবাইল ফোনে তারা জামাকাপড়-সহ বিভিন্ন কেনাকাটায় মোটা অঙ্কের ডিসকাউন্ট ঘোষণা করে ৷ এমনকী, হোম ডেলিভারির খাবারেও ডিসকাউন্ট ঘোষণা করে ৷ এক্ষেত্রে তারা বড় বড় কোম্পানির নাম ব্যবহার করে ৷ সেই লোভে কেউ এদের পাতা জালে পা দিলেই সর্বনাশ ৷"

তিনি আরও বলেন, "আমরা মানুষকে সচেতন করার উপর জোর দিয়েছি ৷ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রধানদের এই চক্রের বিষয়ে বিস্তারিত জানানো হচ্ছে ৷ তাঁরা গ্রামের মানুষকে গোটা প্রতারণা চক্রের ছক জানাতে পারবেন ৷ আমরা সবাইকে বার্তা দিচ্ছি, কোনও জায়গাতেই কেউ যেন একবারের বেশি নিজেদের ফিঙ্গার প্রিন্ট না দেন ৷ দ্বিতীয়বার ফিঙ্গার প্রিন্ট চাওয়া হলে সবাই যেন সবকিছু সঠিকভাবে যাচাই করে নেন ৷ নিজের ব্যক্তিগত তথ্য সবাই যেন গোপন রাখেন, সেই বার্তাও দেওয়া হচ্ছে ৷"

পুলিশ সূত্রে খবর, পাশের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর থেকে জামতারা গ্যাং তাদের দুষ্কর্ম চালায় ৷ সাইবার ক্রাইম পুলিশ একাধিকবার নানা অভিযান চালিয়ে সাফল্যও পেয়েছে ৷ চলতি মাসে সাইবার ক্রিমিনালদের জাল থেকে 1 লাখ 30 হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরেছে সাইবার ক্রাইম সেল ৷ ফলে এই চক্রের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সচেতনতার উপর জোর দিচ্ছেন সাইবার ক্রাইম পুলিশ ৷ এক্ষেত্রে সহায়তা নেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত সদস্যদের ৷ রীতিমতো ক্লাস করে তাঁদের অনলাইন সাইবার ক্রাইম সম্পর্কে বোঝানো হচ্ছে ৷

দিন যত গড়াচ্ছে, ততই নতুন নতুন কৌশল বের করছে অনলাইন প্রতারণা চক্রের দুষ্কৃতীরা ৷ ভিডিয়ো কিংবা অডিয়ো ক্লোন করে মানুষকে বোকা বানাচ্ছে তারা ৷ এই প্রতারণায় তাদের অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়া ৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চাকরি, ডিস্ট্রিবিউটরশিপ, বাড়ি কিংবা গাড়ি বিক্রি, এমনকী মোটরবাইক বিক্রি থাকার কথা পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ এভাবেই তারা মানুষকে বোকা বানাচ্ছে ৷

আরও পড়ুন: বালি ব্রিজ ও সংলগ্ন মন্দির ওড়ানোর পরিকল্পনা পাক গুপ্তচরের ! দাবি কলকাতা এসটিএফের

সম্প্রতি একটি নামি কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপের লোভ দেখিয়ে মালদা শহরেরই এক ব্যক্তির কাছ থেকে 50 হাজার টাকা হাতিয়ে নেয় তারা ৷ অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে ফোনালাপ গড়ে তুলে কৌশলে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতিয়ে নেয় তারা ৷ প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ যে অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছিল, সেটি ফ্রিজ করে 44 হাজার টাকা উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details