পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আংশিক লকডাউন নিয়ে সরকারি নির্দেশিকা না মানলে রাস্তায় টি-টোয়েন্টি খেলবে পুলিশ, ঘোষণা মালদায় - Partial Lockdown

আজ থেকে এই নির্দেশিকা লাগু হলেও দুপুরে মালদা শহরের বেশ কিছু শপিং মল খোলা থাকতে দেখা যায় । বাজার হাটও প্রায় খোলা ছিল । দুপুরে সরকারি নির্দেশিকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার শুরু করে জেলা পুলিশ । পুলিশের পক্ষ থেকে মালদা শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয় ।

আংশিক লকডাউন নিয়ে সরকারি নির্দেশিকা না মানলে রাস্তায় টি-টোয়েন্টি খেলবে পুলিশ, ঘোষণা মালদায়
আংশিক লকডাউন নিয়ে সরকারি নির্দেশিকা না মানলে রাস্তায় টি-টোয়েন্টি খেলবে পুলিশ, ঘোষণা মালদায়

By

Published : May 1, 2021, 6:09 PM IST

মালদা, 1 মে : সরকারি নির্দেশিকা না মানলে রাস্তায় টি-টোয়েন্টি খেলবে পুলিশ । রাজ্য সরকারের নির্দেশিকা মানুষের কাছে পৌঁছে দিতে এভাবেই প্রচার করল মালদা জেলা পুলিশ ৷ করোনার প্রভাব রুখতে গতকালই রাজ্য সরকার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে । সেই নির্দেশিকা অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে বিউটি পার্লার, স্পা, সুইমিং পুল, শপিং মল, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল । বাজার হাট খোলা থাকবে সকাল সাতটা থেকে সকাল দশটা এবং দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৷

আজ থেকে এই নির্দেশিকা লাগু হলেও দুপুরে মালদা শহরের বেশ কিছু শপিং মল খোলা থাকতে দেখা যায় । বাজার হাটও প্রায় খোলা ছিল । দুপুরে সরকারি নির্দেশিকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার শুরু করে জেলা পুলিশ । পুলিশের পক্ষ থেকে মালদা শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয় ।

আরও পড়ুন :আংশিক লকডাউনের নির্দেশিকা মেনে বাজার বন্ধের হুড়োহুড়ি চন্দ্রকোনাতে

ইংরেজবাজার থানার আইসি বলেন, “গতকাল রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে সকাল সাতটা থেকে 10টা ও দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকবে । বাকি কোনও দোকান খোলা যাবে না । বিয়ে বাড়ি-সহ সমস্ত অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । মালদা জেলায় সপ্তম ও অষ্টম দফায় নির্বাচন ছিল । সেই সময় পুলিশকর্মীদের অত্যন্ত পরিশ্রম করতে হয়েছে । তাই আমাদের মাইকিং করতে একটু দেরি হয়েছে । আগামিকাল দুপুরে ভোটের গণনা রয়েছে । গণনা শেষে আমরা রাস্তায় নামব । নির্দিষ্ট সময়ের বাইরে রাস্তায় যেন কোনও মানুষ না থাকে সেই বিষয়টি আমরা দেখব । রাস্তায় অনেক বদমাইস ছেলেদেরও দেখা যায় । গতবছরে সেই ছবি আমরা দেখেছি । তারা যদি সরকারি নির্দেশিকা পালন না করে, তবে আমাদের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামতে হবেই । সরকারি নির্দেশ না মানলে তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে গ্রেফতার করা হবে ।”

ABOUT THE AUTHOR

...view details