মালদা, 6 ফেব্রুয়ারি : নাড্ডার মালদা সফর ঘিরে উত্তেজনা ছড়াল মালদা শহরে ৷ গতকাল রাতে মালদার ফোয়ারা মোড় এলাকায় তৃণমূল যুবর নাম সম্বলিত ‘নাড্ডা ধিক্কার’ প্ল্যাকার্ড লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজবাজার থানার পুলিশ ৷ দুজনকে আটক করা হয় ৷
গতকাল রাত 12 টা নাগাদ মালদার ফোয়ারা মোড়ে হঠাৎই দেখা যায়, দুই যুবক তৃণমূল যুবর নাম সম্বলিত বেশ কিছু প্ল্যাকার্ড লাগানোর চেষ্টা করছে ৷ প্ল্যাকার্ডগুলিতে জেপি নাড্ডা বিরোধী প্রচার করা হয়েছে ৷ খবর পেয়ে সেখানে আসে বিজেপি কর্মীরা ৷ এনিয়ে উত্তেজনাও ছড়ায় এলাকায় ৷ বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতারা আসেন ঘটনাস্থলে৷ প্ল্যাকার্ড নিয়ে আসা দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় প্ল্যাকার্ডগুলিও৷ উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ মালদায় আসছেন ।