মালদা, 21 মে : জেলার করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন অফিসার অফ স্পেশাল ডিউটি (কোভিড) সুশান্ত রায় । করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পিআইসিইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) তৈরি করা হবে বলে জানান তিনি ।
আজ দুপুরে জেলার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে মালদায় আসেন সুশান্তবাবু । মালদা মেডিক্যালের কনফারেন্স হলে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দ্যোপাধ্যায়, মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা । বৈঠক শেষে সুশান্তবাবু বলেন, “করোনার প্রথম ওয়েভের পরে সংক্রমণ অনেকটাই কমে গিয়েছিল । করোনার দ্বিতীয় ওয়েভ মারাত্মক আকার ধারণ করেছে । মালদাতেও সেই প্রভাব দেখা দিয়েছে । বর্তমানে জেলার পরিস্থিতি কী তা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলাম । এখানে সব কিছু ঠিকঠাক চলছে । আগামী সোমবার বা মঙ্গলবার থেকে মালদা মেডিক্যালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হয়ে যাবে । মালদাবাসীর কাছে এটা খুশির খবর । জেলাবাসীকে আর অক্সিজেন নিয়ে চিন্তা করতে হবে না । জেলায় ভ্যাকসিনেশনের কাজও ভালো ভাবেই চলছে । এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে । জেলার পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে সেফ হাউসের সংখ্যা আরও বাড়ালে ভালো হয় । সেক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যে জেলায় সেফ হাউসের সংখ্যা বাড়ানো হবে ।’’