পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফাঁড়িতে নেই পুলিশ, পকেটমারকে ছেড়ে দিল স্থানীয়রা - police

এক পকেটমার নাকি বাসে পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এক বাসযাত্রীর মানিব্যাগ চুরি করে পালাতে যাচ্ছিল। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে তারা। ওই পকেটমারকে রথবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। কিন্তু ফাঁড়িতে পৌঁছে দেখে নেই কোনও কর্তব্যরত পুলিশকর্মী। শেষমেশ খানিকটা বিরক্ত হয়েই স্থানীয়রা ওই পকেটমারকে ছেড়ে দেয়।

পকেটমার

By

Published : Feb 14, 2019, 3:37 PM IST

মালদা, ১৪ ফেব্রুয়ারি : ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা। প্রতিদিনের মতই কর্মব্যস্ত মালদা শহরের রথবাড়ি মোড়। হঠাৎ চিৎকার, চেঁচামেচি। এক পকেটমার নাকি বাসে পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এক বাসযাত্রীর মানিব্যাগ চুরি করে পালাতে যাচ্ছিল। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে তারা। স্থানীয়রা তাকে ধরে প্রথমেই মারধর শুরু করে। দেখতে পেয়ে ছুটে আসেন রথবাড়ি ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা ট্র্যাফিক পোস্টের পুলিশকর্মীরা। তাঁরাই পকেটমারকে কাছের পুলিশ ফাঁড়িতে নিয়ে যেতে বলেন। তাঁদের পরামর্শেই স্থানীয়রা ওই পকেটমারকে রথবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। কিন্তু ফাঁড়িতে পৌঁছে দেখেন সেখানে নেই কোনও কর্তব্যরত পুলিশকর্মী। বেশ কিছুক্ষণ সবাই অপেক্ষাও করেন। কিন্তু শেষমেশ কোনও পুলিশকর্মীর দেখা মেলেনি। পুনরায় তাকে নিয়ে যাওয়া হয় ট্র্যাফিক পুলিশের কাছে। তাঁরা তখন ওই পকেটমারকে ইংরেজবাজার থানায় নিয়ে যেতে বলেন। শেষমেশ খানিকটা বিরক্ত হয়েই স্থানীয়রা ওই পকেটমারকে ছেড়ে দেয়।

স্থানীয় বাসিন্দা অরুণ হরিজন বলেন, “পকেটমারকে হাতেনাতে ধরে প্রথমে রথবাড়ি ব্রিজের নিচে ট্র্যাফিক পুলিশের কাছে নিয়ে যাই। তাঁরাই বলেন ফাঁড়িতে নিয়ে যেতে। ফাঁড়িতে ওই পকেটমারকে নিয়ে যাওয়া হয়। কিন্তু ফাঁড়িতে দেখা মেলেনি কোনও পুলিশকর্মীর। ওই পকেটমারকে আবার ট্র্যাফিক কর্মীদের কাছে নিয়ে যাই। তাঁরা থানায় নিয়ে যেতে বলেন। আমাদের কি কোনও কাজকর্ম নেই? সারাদিন ওই চোরের পেছনেই পড়ে থাকব? বাধ্য হয়েই তাই চোরকে ছেড়ে দিলাম। পুলিশের এই অবস্থা দেখে মনে হচ্ছে থানাই উঠে যাবে।” ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ স্থানীয়রা। পুলিশের এই কর্মসংস্কৃতিতে হতবাক তাঁরা। স্থানীয়দের আশঙ্কা, পুলিশকর্মীরা যদি এত দায়িত্বজ্ঞানহীন হন তাহলে এলাকায় এধরনের ঘটনা আগামীদিনে আরও বাড়বে।

অন্যদিকে ইংরেজবাজার থানার IC পূর্ণেন্দু কুণ্ডুকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, রথবাড়ি ফাঁড়িতে একজন পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছেন। সকালে এই সময় তাঁর ফাঁড়িতে থাকার কথা। তবে কেন নেই তা তিনি খতিয়ে দেখছেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details