মালদা, 18 সেপ্টেম্বর : গুজব ছড়িয়েছে রাজ্যজুড়ে খুব শিগগিরই চালু হতে চলেছে NRC । তার জেরে দেশ ছাড়তে হবে নাকি অনেককেই । এরপরই আধার কার্ড সংশোধন করতে ভিড় উপচে পড়ছে জেলায় জেলায় । একই ছবি মালদাতেও । একটি কেন্দ্রে সারা দিনে মাত্র 17টি কার্ড সংশোধন করা হয় । এদিকে, আবেদনকারীর সংখ্যা কোথাও হাজার, কোথাও বা তারও বেশি । তাই কেউ রাত কাটাচ্ছেন ব্যাঙ্কের গেটের বাইরে, কেউ বা পোস্ট অফিসের বারান্দায় ।
আধার কার্ড সংশোধন করতে ভোর থেকে সন্ধে পর্যন্ত জেলার বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সামনে ভিড় করছেন সাধারণ মানুষ । কারোর আধার কার্ডে নাম ভুল, কারোর আবার বয়স ভুল । সমস্যা হচ্ছে, প্রতিটি সংশোধন কেন্দ্রে দিনে মাত্র কয়েকটি কার্ড ঠিক করা হচ্ছে । ফলে ফিরে যেতে হচ্ছে অনেককেই । তাই এবার ব্যাঙ্ক বা পোস্ট অফিস চত্বরে রাত কাটাতে শুরু করেছেন অনেকেই । গতরাতে মালদা শহরের অতুল মার্কেটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দেখা গেল বন্ধ গেটের সামনে প্লাস্টিকের চাদর বিছিয়ে ঘুমিয়ে রয়েছেন বেশ কয়েকজন । সবাই আধার কার্ড সংশোধনের জন্য এসেছেন ।
আধার কার্ড সংশোধন করতে এসেছেন রতুয়া থানার পরানপুর গ্রামের বাসিন্দা রানা ঘোষ । বলেন, "গতকাল থেকে এখানে রয়েছি । আধার কার্ডে আমার বয়স ভুল রয়েছে । সেটা সংশোধন করতেই এখানে আসা । NRC চালু হলে আধার কার্ডের তথ্যে যাতে কোনও ভুল না থাকে তার জন্যই সংশোধন করতে এসেছি । এখানে অনেকেই আধার কার্ড সংশোধন করাতে এসে ফিরে যাচ্ছেন । কারণ, দিনে 17টির বেশি কার্ড সংশোধন করা হয় না । তাই বাধ্য হয়ে এখানেই রাত কাটাতে হচ্ছে । NRC নিয়ে আতঙ্কিত হয়েই নিজেদের আধার কার্ড সংশোধন করাতে আসছে সবাই । ভয়ঙ্কর পরিস্থিতি ।"