মালদা, 23 মে : মাঝে আর মাত্র একটা দিন। তারপরই খুশির ইদে মেতে উঠবে জেলাবাসী। তাই জেলার ইদের বাজারও জমজমাট । কিন্তু এর মাঝেই কোথাও যেন সংক্রমণের আশঙ্কা বাড়ছে । সামাজিক দূরত্ব অমান্য করেই চলছে কেনাকাটা। অনেকেই মাস্ক না পরে বাজারে ভিড় জমাচ্ছেন। এই পরিস্থিতিতে জেলাবাসীকে ও ব্যবসায়ীদের সচেতন করতে পথে নামল জেলা পুলিশ। আজ বিকেলে মালদা শহরে ব্যবসায়ীদের সঙ্গে মিছিল করেন পুলিশকর্মীরা ।
দিনের পর দিন জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । সংক্রমণ রুখতে জারি রয়েছে চতুর্থ দফার লকডাউন। তবে লকডাউনে বেশ কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে লকডাউনের মধ্যেই এবার ইদ পড়েছে । তাই ইদের প্রস্তুতিও চলছে জোরকদমে। জেলা প্রশাসন দোকান খোলার অনুমতি দেওয়ার পর থেকেই ইদের বাজারে উপচে পড়ছে ভিড়। সামাজিক দূরত্ব অমান্য করেই চলছে বাজার। মাস্ক ছাড়াই বাজার করতে দেখা যাচ্ছে অনেককে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল মালদা জেলা পুলিশ। আজ বিকেলে বণিক সভার সদস্যদের সঙ্গে নিয়ে মালদা শহরে মিছিল করে জেলা পুলিশ। মিছিল শেষে বণিকসভার কনফারেন্স হলে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে পুলিশ প্রশাসন। মিছিলে পা মেলানোর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার, ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ, বণিক সভার সম্পাদক জয়ন্ত কুণ্ডু সহ অন্যরা ।