মালদা, 9 নভেম্বর : "যেতে নাহি দিব" । রাজ্য জুড়ে যখন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে শাসকদলের জামা গায়ে কাজ করার অভিযোগ তুলে ভোটের বাজার গরম করার চেষ্টা করছে বিরোধীরা, তখন এক অন্য ছবি দেখল হবিবপুর ৷ ওই ব্লকের BDO-র বদলি পরোয়ানা রুখতে পথে নামল হাজার মানুষ ৷ BDO-র নামে জ্বয়ধ্বনি দিতে দিতে এলাকায় বিশাল মিছিলও করে স্থানীয় বাসিন্দারা ৷ অবস্থানে সবাই শামিল হয় ব্লক দপ্তর চত্বরে ৷ যদিও আজই অন্যের হাতে দায়িত্বভার তুলে দেওয়া BDO সবাইকে জানান, তিনি সরকারি কর্মী ৷ সরকারের সিদ্ধান্ত তাঁকে মানতেই হবে ৷ ভবিষ্যতে যদি সরকার ফের তাঁকে সুযোগ দেয়, তবে তিনি ফের হবিবপুরের মানুষের সঙ্গে থাকবেন ৷ মানুষের সুখ-দুঃখের অংশীদার হবেন ৷ মানুষের আবেগ উপরমহলে জানানোর আশ্বাস দিয়েছেন ওই ব্লকের অস্থায়ী দায়িত্ব নেওয়া IAS আধিকারিক ৷ তাঁর আশ্বাসের পর ব্লক অফিস চত্বর থেকে অবস্থান প্রত্যাহার করে স্থানীয়রা ৷
হবিবপুর ব্লকের বিদায়ি BDO শুভজিৎ জানা 2018 সালের 31 মার্চ দায়িত্বভার নিয়েছিলেন ৷ অল্পবয়সি এই আমলা দায়িত্ব নেওয়ার পরেই জেলায় পিছিয়ে থাকা ব্লক হিসাবে হবিবপুরের গায়ে লেগে থাকা তকমা ঘোচাতে নেমে পড়েন ৷ তাঁর উদ্যোগে এলাকার অসংখ্য গ্রামে পানীয় জলের সুবন্দোবস্ত হয়, রাস্তাঘাটের উন্নতি ঘটে ৷ জোয়ার আসে 100 দিনের কাজ প্রকল্প, সরকারি গৃহ প্রকল্পে ৷ কন্যাশ্রী, রূপশ্রী, জাতিগত শংসাপত্র, বার্ধক্য কিংবা বিধবা ভাতা নিয়ে কেউ এই দু’বছর কোনও প্রশ্ন তোলেনি ৷ সম্প্রতি তাঁকে বদলি করা হয় পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে ৷ আজই তিনি IAS পি প্রমোথকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন ৷