মালদা, 10 ফেব্রুয়ারি: ঝাঁ চকচকে হাসপাতাল । পরিকাঠামোও নেহাত মন্দ নয় । সেখানে চিকিৎসা চলছে রোগীর । বাইরে বটগাছের নীচে রাত কাটাতে হচ্ছে চিকিৎসাধীন রোগীর পরিজনদের (patient parties spend nights under tree)। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত, সব ঋতুতেই একই ছবি । সাধারণ কোনও হাসপাতাল নয়, এই ছবি মালদা জেলার একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতালের (Malda hospital problem)। যদিও খুব তাড়াতাড়ি সেখানে রোগীর পরিজনদের থাকার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
ক্ষমতায় এসে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশে চাঁচল (Malda news) গ্রামীণ হাসপাতাল উন্নীত হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে । জেলার দ্বিতীয় ব্লাড ব্যাংক-সহ সেখানে চিকিৎসা পরিকাঠামোরও প্রভূত উন্নতি হয়েছে । কিন্তু চিকিৎসাধীন রোগীর পরিজনদের কথা ভাবা হয়নি । তাঁদের জন্য হাসপাতাল চত্বরে একটি প্রতীক্ষালয় তৈরি করা হলেও তা তালাবন্ধ । নেই পানীয় জল কিংবা শৌচকর্মের ব্যবস্থাও । এ সব পরিকাঠামো দ্রুত চালুর দাবি তুলতে শুরু করেছেন ভুক্তভোগী মানুষজন ।
বাড়ির এক সদস্যকে এই হাসপাতালে ভর্তি করেছেন জনৈক রীণা সাহা । তাঁর কথায়, “হাসপাতালে থাকার সমস্যা । ভিতরে আমাদের থাকতে দেয় না । বাইরে থাকতে হচ্ছে । ঠান্ডার মধ্যেও গাছতলায় থাকা ছাড়া উপায় নেই । একটা ঘরের ব্যবস্থা থাকলে ভালো হত ।”