মালদা, 2 সেপ্টেম্বর: ট্রেন ছাড়ায় সময় পৌনে 9টা ৷ কিন্তু 10টা বাজার পরও ট্রেন না ছাড়ায় শনিবার মালদা কোর্ট স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা ৷ তাঁদের অভিযোগ, এই ঘটনা দিনের পর দিন হচ্ছে ৷ দ্রুত এই সমস্যার সমাধানের দাবিতে স্টেশন মাস্টারকে লিখিত অভিযোগ জানিয়েছেন যাত্রীরা ৷
প্রতিদিন সকাল 8টা 45 মিনিটে মালদা কোর্ট স্টেশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত একটি ডিইএমইউ ট্রেন ছাড়ে৷ এই ট্রেনে মূলত চাকরিজীবী লোকজন যাতায়াত করেন ৷ নিত্যযাত্রীদের অভিযোগ, এই ট্রেন কোনোদিন সময় মতো চলে না ৷ বেশিরভাগ দিনই ট্রেনের ইঞ্জিন খারাপ থাকার কথা বলে ট্রেন ছাড়তে 2 ঘণ্টা দেরি হয়ে যায় ৷ আজ সকালেও যাত্রীরা এই ট্রেন ধরতে মালদা কোর্ট স্টেশনে পৌঁছান ৷ কিন্তু সময় অতিক্রম হয়ে গেলেও ট্রেন না ছাড়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ৷ দিনের পর দিন একই সমস্যা চলতে থাকায় স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা ৷ স্টেশন মাস্টারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে বাড়ি ফিরে যান যাত্রীরা ৷
জিয়াউর রহমান নামে এক যাত্রী বলেন, “আমি ভালুকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৷ প্রতিদিনই ট্রেন লেট হওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে ৷ আমরা 600-700 জন নিত্যযাত্রী দিনের পর দিন এভাবেই সমস্যার সম্মুখীন হচ্ছি ৷ সময় মতো অফিসে না পৌঁছতে পারায় আমাদের বেতন কাটা যাচ্ছে ৷ অবিলম্বে আমরা এই সমস্যার সমাধান চাই ৷”