মালদা, 22 মে: কলকাতা হাইকোর্টে পৌরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেও সোমবার জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই এর তদন্তের উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি ৷ এরপর এই মামলা নিয়ে রাজ্য কী ভূমিকা নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে ৷
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন,“পৌর নিয়োগে ভয়াবহ দুর্নীতি হয়েছে ৷ সেই দুর্নীতি ধরাও পড়ে গিয়েছে ৷ পৌরসভায় কর্মী নিয়োগে এজেন্সি মারফৎ কোন পদের জন্য কত টাকা তা নির্ধারিত করে পরিকল্পিত দুর্নীতি হয়েছে ৷ এ নিয়ে প্রচুর তথ্য প্রমাণ পাওয়ার পরও রাজ্য সরকার কিছু করেনি ৷ কিন্তু আদালত শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সেই রায়ের বিরুদ্ধেই রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে ডিভিশন বেঞ্চে চলে যায় ৷ ডিভিশন বেঞ্চ আজ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে ৷ এবার তারা কি সুপ্রিম কোর্টে যাবে ? নাকি ইন্টারন্যাশনাল কোর্টে ! এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত গিয়েছে ৷”
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানান, রাজ্য এইসব করছে যাতে দুর্নীতির সঠিক তদন্ত না হয় ৷ তদন্ত করতে না দেওয়ার চেষ্টা সব ৷ মানুষ সব দেখছে ও বুঝছে ৷ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ও ইডির তদন্তে উঠে আসে হুগলির প্রমোটার অয়ন শীলের নাম ৷ গ্রেফতার করা হয় তাকে ৷ তখনই অভিযোগ ওঠে, অয়ন শীল নিজের এজেন্সি থেকে রাজ্যের বিভিন্ন পৌরসভায় নিয়োগের ওএমআর শিট সরবরাহ করতেন ৷ আরও জানা যায়, রাজ্যের প্রায় 44টি পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে জড়িত অয়ন শীল ৷ এ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে ৷ প্রাথমিকের পাশাপাশি পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে আলাদা করে এফআইআর দায়ের করে তদন্ত চালানোর আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ৷ সেই আবেদনে সম্মতি জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷
আরও পড়ুন: যে কোনও তৃণমূল নেতার বাড়িতে ছাপা মারলে বিপুল টাকা ও অস্ত্র উদ্ধার হবে, বিস্ফোরক বিকাশ
শুধু তাই নয়, কেন্দ্রীয় এই দুই তদন্তকারী সংস্থা তদন্ত চালানোর সময় যাতে কোনও বাধার মুখে না পড়ে, যাতে তারা তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসনের সহযোগিতা পায় তা দেখার জন্য তিনি রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দেন ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য ৷ তার জেরে মামলার বেঞ্চ বদলালেও আর বিশেষ কোনও বদল হয়নি ৷ শেষ পর্যন্ত এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে এই মামলায় সিবিআই এর তদন্তে আর কোনও বাধা রইল না ৷