মালদা, 27 জুলাই : 96টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল সহ এক যুবককে গ্রেপ্তার করল গোপালগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ। ধৃত যুবকের নাম মোমিন শেখ (20)। সে কালিয়াচকের সুলতানপুর এলাকার বাসিন্দা ।
কালিয়াগঞ্জে 96টি চোরাই মোবাইল সহ ধৃত টোটোচালক - টোটো চালক
96টি চোরাই মোবাইল সহ গ্রেপ্তার এক টোটোচালক। মালদার কালিয়াগঞ্জের ঘটনা।
গোপালগঞ্জ পুলিশের কাছে খবর ছিল, চোরা মোবাইল কারবারীরা কালিয়াচকের চাঁদপুর থেকে শাহবাজপুর নলদহরি মাঠ হয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করবে। সেই তথ্য অনুযায়ী গতকাল গোপালগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল মাঠে লুকিয়ে থাকে। সন্ধ্যা নাগাদ মাঠ দিয়ে একটি যাত্রীহীন টোটোকে আসতে দেখে তা আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 60টি অ্যান্ড্রয়েড মোবাইল। পুলিশকে তল্লাশি চালাতে দেখে অন্য একটি টোটো চালক মাঠেই টোটো ছেড়ে পালিয়ে যায় ।ওই টোটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরও 36টি চোরাই মোবাইল। পরে জানা যায়, ওই পলাতক টোটো চালকের নাম মণিরুল ইসলাম।
বিষয়টি নিয়ে কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে টোটো চালক মোমিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপর এক টোটো চালক মণিরুল ইসলাম পলাতক ।