মালদা, 21 অগস্ট : শুধু জাল নোট কারবারিদের নয়, মালদা জেলাকে নিশানা করেছে জাল লটারি চক্রের পান্ডারাও । তার প্রমাণ মিলেছে পুরাতন মালদায় । অভিযোগ দায়েরের প্রায় আট মাস পর এই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ । ধৃত যুবক মুর্শিদাবাদের বাসিন্দা ।
পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে শুধু ভিনজেলা নয়, ভিনরাজ্যের লোকজনেরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে । পাঁচদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ ধৃতকে জেলা আদালতে পেশ করে মালদা থানার পুলিশ ।
আরও পড়ুন :Murder at Malda : কাকিমাকে প্রেম নিবেদনে সাড়া না পেয়ে কাকাকে খুন করে পলাতক ভাইপো
মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত 16 জানুয়ারি । সেদিন পুরাতন মালদার এক লটারি বিক্রেতার কাছে এক যুবক একটি টিকিট নিয়ে আসে । শ্যামল দাস নামে সেই লটারি বিক্রেতার কাউন্টার মঙ্গলবাড়ি এলাকায় । ওই যুবক তাঁকে জানায়, নাগাল্যান্ড সরকারের দৈনিক সকালের খেলায় ওই টিকিটটিতে সাড়ে চার লাখ টাকা পুরস্কার মিলেছে ৷ টিকিটটি সে মুর্শিদাবাদের একটি কাউন্টার থেকে কিনেছে ।
শ্যামলবাবু ওই টিকিটটি ফলাফলের তালিকার সঙ্গে মিলিয়ে দেখেন । দেখা যায়, সত্যিই ওই নম্বরে সাড়ে চার লাখ টাকার পুরস্কার রয়েছে ওই টিকিটে । তিনি টিকিটটি নিজের কাছে রেখে ওই যুবককে সাড়ে চার লাখ টাকা দিয়ে দেন । লটারির ব্যবসায় এমনই দস্তুর । পরে তিনি টিকিটের প্রাইজ মানি তোলার জন্য সংশ্লিষ্ট দফতরে টিকিটটি জমা দেন । ভেরিফিকেশনের পর দফতরের তরফে তাঁকে জানানো হয়, টিকিটটি জাল । আসল টিকিটের টাকা ইতিমধ্যে কলকাতার একটি কাউন্টার থেকে তুলে নেওয়া হয়েছে । সব শুনে মাথায় হাত পড়ে শ্যামলবাবুর । 23 জানুয়ারি তিনি গোটা ঘটনা জানিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷