পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার দুষ্কৃতী - মোথাবাড়ি

মোথাবাড়িতে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযুক্ত মেঘু শেখ তার সঙ্গীর সঙ্গে কোনও অসামাজিক কাজের জন্য ওই আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিল বলে পুলিশ জানতে পেরেছে ৷

a anti-social arrests with one fire arms by mothabari police in malda
মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার 1

By

Published : Mar 24, 2021, 1:37 PM IST

মালদা, 24 মার্চ : ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় ৷ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ-সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মোথাবাড়ি থানা এলাকার রবিরাম টোলা থেকে অভিযুক্ত মেঘু শেখকে গ্রেফতার করে পুলিশ ৷

সপ্তাহ শেষেই রাজ্যে প্রথম দফার নির্বাচন ৷ তার আগে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন ৷ এবার মালদার মোথাবাড়ির রবিরাম টোলা সংলগ্ন এলাকায় এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় মোথাবাড়ি থানার পুলিশ হানা দেয় ৷ সেখানেই মেঘু শেখ ওরফে মেহবুব নামে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার হয় ৷

আরও পড়ুন : 3টি আগ্নেয়াস্ত্র সহ 1 পাচারকারীকে গ্রেফতার করল কোচবিহার পুলিশ

পুলিশ জানিয়েছে, মেহবুবের বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলায় ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদাদে মেহবুব জানিয়েছে, এই আগ্নেয়াস্ত্র পাচারে তার সঙ্গে হেজাব শেখ নামে আরেকজন জড়িত রয়েছে ৷ তারা অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ ৷ তেমনি কোনও অসামাজিক কার্যকলাপের জন্য তারা জমায়েতের পরিকল্পনা করেছিল ৷ হেজাব শেখের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details