মালদা, 24 মার্চ : ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় ৷ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ-সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মোথাবাড়ি থানা এলাকার রবিরাম টোলা থেকে অভিযুক্ত মেঘু শেখকে গ্রেফতার করে পুলিশ ৷
সপ্তাহ শেষেই রাজ্যে প্রথম দফার নির্বাচন ৷ তার আগে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন ৷ এবার মালদার মোথাবাড়ির রবিরাম টোলা সংলগ্ন এলাকায় এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় মোথাবাড়ি থানার পুলিশ হানা দেয় ৷ সেখানেই মেঘু শেখ ওরফে মেহবুব নামে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার হয় ৷