পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াচকে 2 লাখ টাকার জালনোট সহ গ্রেপ্তার 1 - মালদা

কালিয়াচক থানার এসআই রামচন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ বাবুরবোনা গ্রামে তল্লাশি চালায় পুলিশ ৷ সেখানেই শাজাহান মিঞা ওরফে ডালুকে ধরা হয় ৷

one_person_arrested_with_fake_currency_in_malda_kaliachak
দু'লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার 1

By

Published : Jan 20, 2021, 7:23 PM IST

মালদা, 20 জানুয়ারি: 2 লাখ টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার হওয়া টাকার সব নোট দু’হাজারের ৷ কালিয়াচক থানা ও গোপালগঞ্জ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে এই জালনোটগুলি উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন :32 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার কালিয়াচকে, পলাতক অভিযুক্ত

কালিয়াচক থানার এসআই রামচন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ বাবুরবোনা গ্রামে তল্লাশি চালায় পুলিশ ৷ সেখানেই শাজাহান মিঞা ওরফে ডালুকে ধরা হয় ৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 2 লাখ টাকা উদ্ধার হয়েছে ৷ শাজাহান মিঞার বাড়ি কালিয়াচকের সারদহ এলাকায় ৷

শাজাহানের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷ এই নোটগুলি সে কোথা থেকে আনছিল, কোথায় সেগুলি নিয়ে যাচ্ছিল, এমনকী আর কারা এই জালনোট কারবারের সঙ্গে জড়িত, তা জানতে শাজাহানকে জেরা শুরু করেছে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details