পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Arms Smuggling: মালদার বৈষ্ণবনগরে উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ ! গ্রেফতার 1 - Panchayat Election 2023

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ৷ তার আগে রাজ্যে অস্ত্রপাচারের হদিশ মিলছে ৷ শনিবার রাতে মালদা বৈষ্ণবনগর থানা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷

Malda Arms Smuggling
মালদায় অস্ত্রপাচার

By

Published : Apr 16, 2023, 12:50 PM IST

মালদা, 16 এপ্রিল: বিুপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ-সহ গ্রেফতার এক ৷ ধৃতকে পুলিশি হেফাজতের নেওয়া আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷ পঞ্চায়েত ভোটের আগে কি তবে অস্ত্র মজুতের কাজ শুরু হয়েছে ? প্রশ্ন উঠছে জেলা পুলিশ মহলে ৷বৈষ্ণবনগর থানার পুলিশের কাছে খবর ছিল, রাতে অস্ত্র পাচার হতে পারে ৷ সেই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল আঠেরো মাইল এলাকাজুড়ে ফাঁদ পাতে ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, মোটরবাইকে দুই ব্যক্তিকে আসতে দেখে পথ আটকায় পুলিশ ৷ পুলিশকে আসতে দেখে গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে ওই দুই ব্যক্তি ৷ ধাওয়া করে মোটরবাইকের আরোহীকে ধরে ফেলে পুলিশ ৷ তবে বাইকচালক কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ ধৃত মোটরবাইক আরোহীর হেফাজত থেকে উদ্ধার হয় দু'টি সাত মিলিমিটারের ও একটি নয় মিলিমিটারের পিস্তল, সাত মিলিমিটারের চারটি ও নয় মিলিমিটারের একটি ম্যাগাজিন ৷ উদ্ধার হয় সাত ও নয় মিলিমিটারের 9টি তাজা কার্তুজ ৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷ ধৃতের নাম রাকিমূল শেখ (32) ৷ বাড়ি কালিয়াচকের জালালপুর এলাকায় ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রাকিমূল তার এক সঙ্গী হাবিব শেখকে (32) সঙ্গে নিয়ে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের ডেলিভারি দিতে এসেছিল ৷ রাতেই কালিয়াচক থানার পুলিশের সহযোগিতা নিয়ে হাবিব শেখের খোঁজ চালানো হয় ৷ তবে তাকে পাওয়া যায়নি ৷ ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ কোথা থেকে নিয়ে এসেছিল, কাকে সেই আগ্নেয়াস্ত্র দেওয়ার কথা ছিল, এরকম একাধিক প্রশ্নের জবাব পেতে ধৃতকে হেফাজতে নিয়ে চায় পুলিশ ৷ আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

এদিকে, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এভাবে অস্ত্র মজুতের চেষ্টা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জেলা পুলিশের আধিকারিকদের মধ্যে ৷ তবে কি পঞ্চায়েত ভোটের জন্য এখন থেকেই অস্ত্র মজুতের কারবার শুরু হয়েছে ? জেলা পুলিশ সুপার আগেই জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র কারবার রুখতে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিকচক, কালিয়াচকের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে ৷ কারবারিরা অস্ত্র পাচারে নতুন কী কী পথ অবলম্বন করতে পারে, তা নিয়েও সজাগ রয়েছে মালদা জেলা পুলিশ ৷

আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের উপর হামলা! বাংলায় 356 ধারা জারির পরিস্থিতি, জানালেন দিলীপ ঘোষ

ABOUT THE AUTHOR

...view details