পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal Alcohol Sale In Malda : মালদায় উৎসবের মরশুমে বেআইনিভাবে মদ বিক্রির ছক, গ্রেফতার এক - one person arrested illegal sale alcohol- n malda

দোল উৎসবের সুযোগে বেআইনিভাবে মদ মজুত করা নিয়ে বলরাম সিংহ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ (Illegal Sale Alcohol In Malda)।

Illegal Sale Alcohol In Malda
উৎসবের মরশুমে বেআইনিভাবে মদ বিক্রির ছক, গ্রেফতার এক

By

Published : Mar 17, 2022, 2:50 PM IST

মালদা, 17 মার্চ: দোল উৎসবে প্রশাসনিক নির্দেশে মদের দোকান বন্ধ রাখা হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে মোটা টাকা রোজগারের ছক কষেছিলেন বলরাম সিংহ নামে এক ব্যবসায়ী । বাড়ি ইংরেজবাজারের কাঞ্চনটারে । তথ্যের ভিত্তিতে মজুত করা দেশি মদ ও বিয়ারের বোতল-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ (Illegal Sale Alcohol In Malda)।

পুলিশ সূত্রে খবর, দোল উৎসবে বেআইনিভাবে মদ মজুত করছিলেন ওই ব্যবসায়ী । সেই তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের কাঞ্চনটার এলাকায় হানা দেয় পুলিশের একটি দল । জানা যায়, ব্যক্তির গোপন ডেরা থেকে উদ্ধার হয় প্রায় ৫০ বোতল দেশি মদ ও বিয়ার । তারপর গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে । ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, দোল উৎসবে অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশ তৎপর রয়েছে ৷ বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান চলছে ৷'

আরও পড়ুন: বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ, আক্রান্ত যুবক

ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details