পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident in Malda : পথ দুর্ঘটনায় মৃত্যু এক মাদ্রাসা পরীক্ষার্থীর, গুরুতর আহত আরও এক - Road Accident in Malda

জীবনের বড় পরীক্ষা দেওয়া শেষ হল ৷ কিন্তু বাড়ি আর ফেরা হল না ৷ বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের (West Bengal Board Of Madrasah Education) শেষ পরীক্ষা ছিল ৷ পরীক্ষা দিয়ে দুই বন্ধু এজারুল ও রাকিবুল বাইকে করে বাড়ি ফিরছিল, দুর্ঘটনার মুখে পড়ে প্রাণ গেল একজনের ৷ আরেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৷ এই ঘটনার খবর পেয়ে জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি তাদের দেখতে যান ৷

malda news
পথ দুর্ঘটনায় মৃত্যু এক মাধ্যমিক পরীক্ষার্থীর

By

Published : Mar 19, 2022, 12:38 PM IST

মালদা, 19 মার্চ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীর। দুর্ঘটনায় (Road Accident in Malda) আহত হয়েছে আরও এক পরীক্ষার্থী। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাকুরতলা এলাকা সংলগ্ন চাঁচল-আশাপুর রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি।

মৃত পরীক্ষার্থীর নাম এজারুল ইসলাম (16)। বাড়ি চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের হজরতপুর গ্রামে। আহত ছাত্রের নাম রাকিবুল ইসলাম ৷ তারও 16 বছর বয়স । দু'জনই জালালপুর হাইমাদ্রাসা স্কুলের পরীক্ষার্থী। বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা ছিল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্তোষপুর হাইমাদ্রাসা স্কুলে তাদের পরীক্ষার সিট পড়েছিল। পরীক্ষা শেষে দু'জনেই আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল ৷ তারা সেখানে থেকেই পরীক্ষা দিত ৷ গতকাল সন্ধ্যায় মোটরবাইকে করে দু'জন বাড়ি ফিরছিল। পাকুরতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় এজারুলের। গুরুতর আহত হয় রাকিবুল।

আরও পড়ুন :Bus Accident in Karnataka : কর্নাটকে বাস উল্টে মৃত কমপক্ষে 8

তড়িঘড়ি তাদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। তিনি বলেন, "মাদ্রাসা বোর্ডের দুই পরীক্ষার্থী মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ছাত্রের। গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র। বর্তমানে সে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই পরিবারগুলির পাশে রয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details