মালদা, 26 জুলাই: শুরু হয়ে গিয়েছে সুব্রত কাপ ৷ আপাতত মেয়েদের প্রি-সুব্রত কাপ ক্লাস্টারের খেলা চলছে ৷ মালদা শহরের বৃন্দাবনি ময়দানে শুরু হয়েছে মেয়েদের অনুর্ধ্ব-17 বিভাগের এই প্রতিযোগিতা ৷ উত্তরের ন’টি জেলার প্রতিযোগীরা মাঠ দাপাচ্ছে ৷ কিন্তু, আয়োজকরা জানাচ্ছেন, আগে এই জেলায় ফুটবল খেলায় যেমন উৎসাহ দেখা যেত, এখন আর তা দেখা যায় না ৷ কারণ কী? তারই উত্তর খোঁজার চেষ্টা করল ইটিভি ভারত ৷
একটা সময় বাংলা ছিল ভারতীয় ফুটবলের পীঠস্থান ৷ আর বাংলা ফুটবলের আঁতুড়ঘর ছিল সুব্রত কাপ ৷ এই প্রতিযোগিতা থেকেই সবার চোখে পড়েছিলেন অনেক বড় বড় ফুটবলার ৷ পরবর্তীতে তাঁরা যেমন ক্লাব ফুটবলে সোনার ফসল ফলিয়েছেন, তেমনই দেশের পতাকাও উঁচুতে তুলে ধরেছেন ৷ কিন্তু, এখন সে সবই সোনালী অতীত মাত্র ৷ এখন ছেলেমেয়েদের উন্মাদনার শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিকেট ৷ অন্যান্য সব খেলাতেও তাদের উৎসাহ লক্ষ্য করা যায় ৷ কিন্তু বাংলার ফুটবল ! কলকাতার ক্লাবগুলির দিকে তাকালেই তার দৈন্যদশা বোঝা যাবে ৷ বেশিরভাগ ক্লাবেই বিদেশি আর ভিনরাজ্যের খেলোয়াড়দের ছড়াছড়ি ৷ এভাবে চললে সেদিন আর খুব বেশি দূরে নেই, যেদিন বাংলার ফুটবল থেকে যাবে শুধু বইয়ের পাতাতেই ৷ ভবিষ্যৎ প্রজন্ম জানতেই পারবে না বাংলার ফুটবলের সোনালী ইতিহাস ৷
আজ থেকে শুরু হয়েছে প্রি সুব্রত কাপ টুর্নামেন্ট ৷ উত্তরবঙ্গের 9টি জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও দার্জিলিং ও শিলিগুড়ির দল মালদায় আসেনি ৷ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দল নিয়ে আপাতত এই প্রতিযোগিতা চলছে ৷ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সম্পাদক পুষ্পেন্দু কুমার মিশ্র বলেন, “অনূর্ধ্ব-17 মহিলাদের প্রি-সুব্রত কাপ ক্লাস্টারের খেলা আজ থেকে শুরু হয়েছে ৷ মালদা জেলায় মহিলাদের ফুটবলে অংশগ্রহণ খুবই কম ৷ তবে, গত দু’বছর ধরে মালদায় মেয়েরা বাংলা জয় করেছে ৷ সেই কারণে হাতিমারি হাইস্কুলের মেয়েরা এবার সোজা রাজ্যস্তরে খেলবে ৷’’
আরও পড়ুন:সন্তোষে ভাল খেলার পুরস্কার, মনোতোষ-দিলীপকে সরকারি চাকরির প্রতিশ্রুতি