মালদা, 20 মে : এবার রতুয়া 2 ব্লকে ধরা পড়ল কোরোনার সংক্রমণ ৷ গতরাতে মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে মোট তিনটি নমুনায় কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ৷ তার মধ্যে একটি মালদা জেলার রতুয়া 2 ব্লকের ৷ বাকি দু'টি উত্তর দিনাজপুর জেলার ৷ অর্থাৎ এনিয়ে মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল 46 ৷ আক্রান্ত ব্যক্তিকে আজ সকালে স্থানীয় আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ৷
মালদা মেডিকেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মালদা ও দুই দিনাজপুর মিলিয়ে মোট 7474টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত পরীক্ষা হয়েছে 547টি নমুনার ৷ আরও 858টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায় ৷ এই পরীক্ষাগারে পাশের দুই জেলা থেকেও প্রতিদিন প্রচুর নমুনা এসে পৌঁছাচ্ছে ৷ ফলে ব্যাকলগের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে ৷ গতরাত পর্যন্ত ব্যাকলগের সংখ্যা 3024 ৷ গোটা বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন মালদা মেডিকেল কর্তৃপক্ষ ৷