মালদা, 16 অক্টোবর : দেশজুড়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা । ট্রেন পরিষেবা শুরু হতেই ফের সক্রিয় হয়ে উঠেছে পাচারচক্র । আর পাচারের আগেই মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার হল 74টি কচ্ছপ । এই ঘটনায় সুরজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।
ব্রহ্মপুত্র মেইলে কচ্ছপ পাচারের চেষ্টা চলছে বলে খবর ছিল RPF-এর কাছে । সেই তথ্যের ভিত্তিতে গতরাতে ব্রহ্মপুত্র মেইল মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই RPF কর্মীরা ট্রেনের কামরায় তল্লাশি শুরু করেন । সুরজ কুমার নামে এক ব্যক্তির কাছ থেকে সন্দেহজনক একটি বস্তা বাজেয়াপ্ত করা হয় । সেই বস্তা থেকে উদ্ধার হয় 74টি কচ্ছপ। গ্রেপ্তার করা হয় সুরজকে।