মালদা, 18 নভেম্বর: জমি বিবাদ জেরে পঞ্চায়েত অফিসের সামনেই চলল গুলি ৷ গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি ৷ আহত ব্যক্তি বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । নাজিমুল হক নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ (Malda Shooting Case) ৷
আক্রান্ত ব্যক্তির বাড়ি কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানগঞ্জ এলাকায় । তিনি পেশায় লিচু ব্যবসায়ী । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যখন মোটরবাইক চড়ে নাজিমুল বাড়ি ফিরছিলেন সে সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ 8 থেকে 10 রাউন্ড গুলি চলে ৷ একটি গুলি লাগে নাজিমুলের পায়ে । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান ৷ পরে তাঁকে মালদা মেডিক্যালে ভরতি করা হয় (one injured in shooting in Malda Kaliachak) ।