মালদা, 13 মে: ডুয়ার্স নয়, এবার মালদাতেই উদ্ধার হল বহুমূল্যবান তক্ষক । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর বাইপাস সংলগ্ন এলাকায় একটি পেট্রল পাম্পে অভিযান চালিয়ে পাচারের আগে একটি টোকে প্রজাতির তক্ষক উদ্ধার করে পুলিশ (one Gecko recovered before poaching to China border in Malda) । গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকেও । বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তক্ষকটির বাজারমূল্য কোটি টাকারও বেশি ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার এএসআই জাকির হোসেনের কাছে খবর আসে, ওই থানা এলাকা দিয়ে চারটি তক্ষক পাচার করা হচ্ছে । সেগুলিকে বিহার হয়ে চিন সীমান্তে নিয়ে যাওয়া হবে । এই খবর পেয়েই পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কুমেদপুর বাইপাসে নজরদারি শুরু করে পুলিশ । সেখানকার একটি পেট্রল পাম্পে তিন সন্দেহভাজন তাঁদের নজরে পড়ে । তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই খোঁজ মেলে 12 ইঞ্চির একটি তক্ষক । তবে আরও তিন তক্ষকের সন্ধান পাওয়া যায়নি । এরপরেই ওই তিনজনকে গ্রেফতার করা হয় । ধৃতরা হল জয়নাল আবেদিন (40), আবু তালেব (38) ও রুদাল চৌধুরি (40) । এরা প্রত্যেকেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বাসিন্দা ।