পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Road Accident পিক আপ ভ্যানের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত্যু এক, জখম শিশুসহ সাত - মালদা মেডিক্যাল ও মালতিপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন

পিক আপ ভ্যানের সঙ্গে টোটোর সংঘর্ষে (Road Accident) মৃত্যু মহিলার। গুরুতর জখম শিশুসহ একই পরিবারের ছয় সদস্য। গুরুতর আহত হয়েছেন টোটো চালকও। আহতরা মালদা মেডিক্যাল ও মালতিপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন (Road Accident in Malda)।

Malda Road Accident
ETV Bharat

By

Published : Aug 20, 2022, 9:21 PM IST

মালদা, 20 অগস্ট: শনিবার বিকেলে পিক আপ ভ্যান ও টোটোর সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার (Malda Road Accident) ৷ পাশাপাশি এক শিশু-সহ ছ'জন গুরুতর আহত হয়েছে (One Died and Several People Injured) ৷ আহত হয়েছেন টোটো চালকও ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের মালতিপুরের কালিগঞ্জ বাইপাস সড়কে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে উদ্ধার করে ঘাতক গাড়ি ও চালকের খোঁজ শুরু করেছে পুলিশ (Road Accident)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সামসিরভাদো এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে গিয়েছিল মালতিপুরের জালালপুর এলাকার একটি পরিবার। অনুষ্ঠান শেষে 81 নম্বর জাতীয় সড়কের বাইপাস রাস্তা ধরে টোটোয় বাড়ি ফিরছিলেন পরিবারের সকলে। কালিগঞ্জ এলাকায় চাঁচল থেকে দ্রুত গতিতে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ওই টোটোর।

সংঘর্ষের ফলে টোটোর সকল যাত্রীই ছিটকে পড়েন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা সকলকে উদ্ধার করে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে মালদা মেডিক্যালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। সেখানে পৌঁছতেই বছর 45 এর নাজিমা বিবি নামে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি

আরও পড়ুন:শ্যাম সেল কারখানায় গাড়ির ধাক্কায় মৃত্যু দম্পতির

আহতদের মধ্যে দু'জন মালদা মেডিক্যালে ও পাঁচজন মালতিপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছে এক বছরের শিশুও। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি জানান, সামসি বাইপাস এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। টোটোর সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর স্বামী ও জামাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। আমরা ওই পরিবারের পাশে রয়েছি।

ABOUT THE AUTHOR

...view details