পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশি জঙ্গি পলাতক, সীমান্তে বাড়ল নিরাপত্তা - BSF security Indo-Bangla border,

বাংলাদেশে তিন কুখ্যাত জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ওই দেশের আদালত । তার মধ্যে এক জঙ্গি পলাতক । জানা গেছে ওই জঙ্গি সীমান্ত পেরিয়ে মালদায় ঢোকার চেষ্টা করছে ৷ তার প্রভাবে মালদা জেলার ইন্দো-বাংলা সীমান্তে কড়া নিরাপত্তা জারি করেছে BSF৷

image
নিরাপত্তায় BSF জওয়ান

By

Published : Nov 27, 2019, 5:11 PM IST

Updated : Nov 27, 2019, 6:43 PM IST

মালদা, 27 নভেম্বর : বাংলাদেশে তিন কুখ্যাত জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ওই দেশের আদালত । অপর জঙ্গিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ৷ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে এক জঙ্গি পলাতক । তার প্রভাবে মালদা জেলার ইন্দো-বাংলা সীমান্তে কড়া নিরাপত্তা জারি করেছে BSF ৷

BSF সূত্রে জানা গেছে, গত সোমবার বাংলাদেশের আদালত সেদেশের কুখ্যাত JMB সংগঠনের তিন জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ৷ ওই সংগঠনের অপর জঙ্গিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ৷ সকলেই মালদা সীমান্তের ওপারে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা ৷ তাঁরা আরও জানাতে পারেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মূল জঙ্গি শানোয়ার আলি পালিয়ে গেছে ৷ প্রাথমিকভাবে বাংলাদেশের পুলিশ ও BGB জানতে পেরেছে শানোয়ার সীমান্ত পেরিয়ে মালদায় ঢোকার চেষ্টা করছে । এনিয়ে গতকাল বিকেলে BSF ও BGB-র মধ্যে একটি উচ্চপদস্থ বৈঠক হয় ৷ প্রতিবেশী দেশের সতর্কবার্তা পাওয়ার পরেই মালদা জেলার ইন্দো-বাংলা সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দেয় BSF ৷ বিশেষ করে নদী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে ।

যদিও এই নিয়ে BSF-এর কোনও কর্তা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি । কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি জেলা প্রশাসনও । তবে ঘটনার জেরে সীমান্ত গ্রামগুলিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷

Last Updated : Nov 27, 2019, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details