মালদা, 19 এপ্রিল : চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ(Job Fraud Case)। ধৃত মহিলাকে বুধবার জেলা আদালতে তোলা হলে, বিচারক তাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রের এক পাণ্ডা কলকাতার বাসিন্দা বলেও পুলিশ জানতে পেরেছে। এছাড়াও এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃত মহিলাকে দফায় দফায় জেরা করছেন পুলিশকর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজোলের নয়াপাড়া এলাকার শিক্ষকপল্লিতে বেশ কিছুদিন ধরেই অফিস খুলে বসেছিল এই প্রতারক চক্র। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে তাঁরা স্থানীয় একাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলছিল। প্রথমে পুলিশ এই চক্রের হদিস না-পেলেও মঙ্গলবার এ নিয়ে গাজোল থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। অভিযোগ পেয়ে সন্ধেয় ওই বাড়িতে হানা দেন পুলিশকর্মীরা। সেখান থেকে এক মহিলাকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রতারক চক্রের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয় ওই মহিলাকে। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার তাকে জেলা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।