মালদা, 7 অক্টোবর: অস্ত্রপাচারের জন্য উৎসব মরশুমকেই বেছে নিয়েছিল বিহারের এক কারবারী ৷ পুলিশের কাছে সেই খবর পৌঁছে যায় ৷ পুলিশই ক্রেতা সেজে সেই ব্যবসায়ীর কাছে অস্ত্র কেনার বরাত দেয় ৷ পাতা জালে পা দেয় ভিনরাজ্যের ওই অস্ত্র ব্যবসায়ী (Arrested One With Firearms in Malda) ৷ ঠিক হয়, লিচুবাগানে অস্ত্র কেনাবেচা হবে ৷ গতকাল মাঝরাতে সেখান থেকেই চারটি আগ্নেয়াস্ত্র-সহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুর গ্রামে ৷ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতের সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷
ধৃত অস্ত্র কারবারীর নাম সঞ্জীব মণ্ডল ৷ বয়স 46 বছর ৷ বাড়ি বিহারের কাটিহার জেলার আমদাবাদ থানা এলাকার ভারাটোলা এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জীব দীর্ঘদিন ধরেই অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ৷ সে মূলত বিহার থেকে অস্ত্র মালদা-সহ এ রাজ্যের বিভিন্ন জেলায় সরবরাহ করে ৷ কয়েকদিন আগে চাঁচল থানার পুলিশ জানতে পেরেছিল, সে মালদা জেলায় অস্ত্র বিক্রির চেষ্টা করছে ৷ সেই মতো পুলিশই অস্ত্র কিনবে বলে তার কাছে খবর পাঠায় ৷
আরও পড়ুন:ইডির হাতে গ্রেফতার জেলবন্দি সায়গল, কেষ্ট-ঘনিষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি খারিজ আদালতে
শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে উত্তর বসন্তপুর গ্রামের একটি লিচুবাগানে অস্ত্র লেনদেনের কথা চূড়ান্ত হয় ৷ সেই মতো ওই বাগান ঘিরে রাখেন পুলিশকর্মীরা ৷ মাঝরাতে সেখানে উপস্থিত হয় সঞ্জীব ৷ সে চারটি আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য ক্রেতার ছদ্মবেশে থাকা পুলিশের সামনে বের করে ৷ তখনই তাকে বামাল-সহ গ্রেফতার করা হয় ৷ তার বিরুদ্ধে অস্ত্র আইনের 25(1)(a)(1b)(8) ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আজ তাকে আদালতে পেশ করা হয়েছে ৷
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার বিহারের অস্ত্র ব্যবসায়ী পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই অস্ত্র কারবারের মূল পাণ্ডা বাবলু নামে এক ব্যক্তি ৷ সে চাঁচল-সহ সংলগ্ন এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত ৷ তার মাধ্যমেই মালদা জেলায় অস্ত্র বিক্রির নকশা সাজায় বিহারে থাকা অস্ত্র কারবারীরা ৷ এই বাবলুকে এখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ ৷
আরও পড়ুন:নাবালিকাকে যৌন হেনস্থা, দোষীকে 15 বছরের কারাদণ্ড আদালতের
চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল জানান, গতকাল চাঁচল থানার পুলিশ মকদুমপুর এলাকার একটি লিচুবাগান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে ৷ তার হেফাজত থেকে চারটি নতুন আগ্নেয়াস্ত্র পাওয়া যায় ৷ তবে কোনও কার্তুজ পাওয়া যায়নি ৷ ওই ব্যক্তি বিহারের বাসিন্দা ৷ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ পুলিশি হেফাজতে নিয়ে ওই ব্যক্তিকে জেরা করা হবে ৷ পুজোর সময় আমাদের নাকা চেকিং জোরদার করা হয়েছে ৷ রাত পাহারার সঙ্গে সোর্সও অ্যাক্টিভেট করা হয়েছে ৷ তারই সুফল মিলছে ৷