মালদা, 12 নভেম্বর : ফের ব্রাউন সুগার উদ্ধার হল মালদায় ৷ গোপন সূত্রে খবর পেয়ে 262 গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷
মালদায় উদ্ধার ব্রাউন সুগার, ধৃত ব্যক্তি - ব্রাউন সুগার উদ্ধার মালদায়
ফের ব্রাউন সুগার উদ্ধার হল মালদায় ৷ গোপন সূত্রে খবর পেয়ে, 262 গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ৷
কাকন মার্কেট সংলগ্ন বালিয়াডাঙায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতের নাম তাজামুল হক (32) ৷ বাড়ি কালিয়াচক থানার সুজাপুর চামাগ্রামে ৷ পুলিশ জানিয়েছে, বালিয়াডাঙা এলাকায় হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ সাতদিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে মালদা জেলা আদালতে আজ পেশ করা হয়েছে ৷
মালদার মাদক কারবারিরা আফিম ছেড়ে ব্রাউন সুগারের ব্যবসা শুরু করেছে ৷ দুষ্কৃতীদের ধরতে তৎপর হয়েছে মালদার পুলিশ প্রশাসন ৷ চলতি বছরে এখনও পর্যন্ত জেলায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য 1 কোটি 40 লাখ টাকা ৷