পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attempt to Kidnap: টিউশন পড়তে যাওয়ার সময় ছাত্রীকে অপহরণের চেষ্টা, হাতেনাতে ধৃত যুবক - মালদায় অপহরণের ঘটনা

মুখে রুমাল গুঁজে অপহরণের চেষ্টা(Attempt to Kidnap)৷ ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই ধরা পড়ল যুবক ৷

Etv Bharat
মালদায় অপহরণের চেষ্টা

By

Published : Nov 2, 2022, 4:55 PM IST

Updated : Nov 2, 2022, 5:03 PM IST

মালদা, 2 নভেম্বর: গৃহশিক্ষকের কাছে যাওয়ার সময় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টা দুই যুবকের (Attempt to Kidnapped Student) ৷ কিশোরীর চিৎকারে স্থানীয় মানুষজন ও একটি ক্লাবের সদস্যরা ছুটে আসতেই তাঁকে ফেলে পালাতে চেষ্টা করে ওই দুই যুবক ৷ কিশোরীকে উদ্ধার করে স্থানীয় জনতা এক যুবককে ধরে ফেললেও অন্যজন পালিয়ে যায় ৷ এরপর ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আটক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের একটি গ্রামে(Crime in Malda) ৷

ছাত্রীর কথায়, "মঙ্গলবার বিকেলে আমি টিউশন পড়তে যাচ্ছিলাম ৷ হঠাৎ দুটো অচেনা লোক আমার সামনে এসে জড়িয়ে ধরে ৷ চিৎকার করতে বারণ করা সত্ত্বেও চিৎকার করলে তারা আমাকে সেখানেই মেরে ফেলার হুমকি দেয় ৷ তবু আমি চিৎকার শুরু করি ৷ তখন ওরা আমার মুখে রুমাল গুঁজে দেয় ৷ সেই সময় এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে ৷ ওরা কেন আমাকে অপহরণের চেষ্টা করেছিল জানি না ৷ আমি ওদের কখনও দেখিনি ৷ তবে এবার দেখলে চিনতে পারব ৷"

আক্রান্ত ছাত্রী ও তার বাবার বক্তব্য

আরও পড়ুন :বীরঙ্গনা ! ছুরি দেখিয়ে ছাত্রীকে অপহরণের চেষ্টা, দুষ্কৃতীর হাত কামড়ে রক্ষা

এই ঘটনায় কিশোরীর বাবা বলেন, "বাড়ি থেকে সাড়ে 300 মিটারের মধ্যেই গৃহশিক্ষকের বাড়ি ৷ মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে দুই দুষ্কৃতী মেয়েকে অপহরণের চেষ্টা করে ৷ চিৎকার করলে খুন করার হুমকি দেয় ৷ তবুও ভয় না পেয়ে মেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে ৷ এক দুষ্কৃতীকে সবাই ধরেও ফেলেন ৷ তাকে ক্লাবঘরে তালা বন্ধ করে রাখা হয় ৷ সেই সময় আমি অফিসে ছিলাম ৷ প্রতিবেশীদের কাছে খবর পেয়ে আমি ছুটে এসে মেয়েকে ঘরে নিয়ে যাই ৷ এই ঘটনার পর মেয়েকে কীভাবে পড়তে পাঠাব তা নিয়ে আতঙ্কে রয়েছি ৷ আমাদের সঙ্গে কারও কোনও ঝামেলা নেই ৷ কেন আমার মেয়েকে এভাবে অপহরণের চেষ্টা করা হল বুঝতে পারছি না ৷"

স্থানীয় সূত্রে খবর, কিশোরীকে অপহরণের দায়ে এক যুবককে ধরে ফেলা হলেও মারধর করা হয়নি ৷ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে চলে এলে তাকে পুলিশকর্মীদের হাতে তুলে দেওয়া হয় ৷

এই বিষয়ে চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বয়স 19 বছর ৷ বাড়ি এলাকারই একটি গ্রামে ৷ বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ বিচারক তার জামিনের আবেদন খারিজ করে 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন :দিল্লিতে তিন ছাত্রীকে অপহরণ করে 'ধর্ষণ', রিপোর্ট চাইল মহিলা কমিশন

Last Updated : Nov 2, 2022, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details