পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাঁচ নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ , গ্রেপ্তার এক - মালদায় পাঁচ নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার এক

মালদায় জোর করে মাদক খাইয়ে পাঁচ নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছিল এলাকার তিন যুবকের বিরুদ্ধে ৷ তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Malda rape
মালদা

By

Published : Dec 7, 2020, 2:04 PM IST

মালদা , 7 ডিসেম্বর : কয়েকদিন আগে পাঁচ নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল । সেই ঘটনার তদন্তে নেমে এক কিশোরকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ । পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় ঘটনা ।

অভিযোগ, নবাবগঞ্জ এলাকার গৌতম সরকার, ফুচকা দাস ও কানু শিকদার ওই নাবালিকাদের ভয় দেখিয়ে স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যায় ৷ সেখানে একটি নির্জন জায়গায় ওই পাঁচজনকে জোর করে মদ খাওয়ায় তারা ৷ মদের প্রভাবে চার নাবালিকা বেঁহুশ হয়ে পড়ে ৷ তবে একজনের সামান্য জ্ঞান ছিল ৷ এই অবস্থায় তাদের ধর্ষণের চেষ্টা করে ওই অভিযুক্তরা ৷ ঠিক সেই সময় নাবালিকাদের বাড়ির লোকজন তাদের খুঁজতে খুঁজতে ইটভাটায় চলে আসে ৷ তখনই একজন চিৎকার করে ওঠে ৷ তার গলা পেয়ে সেখানে ছুটে আসে লোকজন ৷ অনেক মানুষকে একসঙ্গে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ এই ঘটনায় মালদা থানায় ওই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পাঁচ নাবালিকার পরিবারের লোকজন । ঘটনার পরেই মালদা থানার সাদা পোশাকের পুলিশের দল ওই এলাকায় ফাঁদ পেতে থাকে । গতকাল ভোরে ফুচকা দাস নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

আরও পড়ুন , আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মালদায় গ্রেপ্তার 2


নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ফুচকা । সে জানায়, “আমি ওদের সঙ্গে ছিলাম না । আমি শুধু মদ এনে দিয়েছিলাম । আমরা ওদের ডাকিনি । ওরাই আমাদের ফোন করে মদ খেতে চেয়েছিল । হাতে বোতল পাওয়া মাত্রই ওরা সম্পূর্ণ মদ পান করে নেয় । তবে ওরা জ্ঞান হারায়নি ।”

আরও পড়ুন , পাঁচ নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, তিন যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা

মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন দুষ্কৃতীর বিরুদ্ধেই পকসো আইনে (প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012) মামলা রুজু করা হয়েছে ৷ তবে নির্যাতিতাদের শারীরিক পরীক্ষা করাতে চায়নি পরিবারের লোকজন ৷ তাই এই ঘটনায় শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে ফুচকা দাস ওরফে বিশ্বকর্মা নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে । সে স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র । ধৃত কিশোরকে আজ মালদা জেলা আদালেত পেশ করা হয়েছে। বাকি দুইজনের খোঁজ চলছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details