পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত এক - বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ভোররাতে ভুতনি থানার পুলিশের একটি দল কোশীঘাট এলাকার একটি দেশী মদের দোকান সংলগ্ন এলাকায় হানা দেয় ‌। ধৃত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজ । গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ।

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

By

Published : Apr 18, 2021, 8:15 AM IST

মালদা, 18 এপ্রিল : বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে উদ্ধার আগ্নেয়াস্ত্র । পাইপগান ও তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ভুতনি থানার পুলিশ । ধৃত ব্যক্তিকে গতকাল মালদা জেলা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

খবর পেয়ে, শনিবার ভোররাতে ভুতনি থানার পুলিশের একটি দল কোশীঘাট এলাকার একটি দেশি মদের দোকান সংলগ্ন এলাকায় হানা দেয় ‌। পুলিশ কর্মীদের দেখে একজন ব্যক্তি পালাতে সক্ষম হলেও আরেক ব্যক্তিকে ধরে ফেলে পুলিশকর্মীরা । তল্লাশি চালিয়ে ধৃত ব্যক্তির কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় । গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে । ধৃত ব্যক্তির নাম ঝাকসু চৌধুরী । ধৃতের বাড়ি রতুয়া থানার অন্তর্গত পশ্চিম রতনপুরে ।

আরও পড়ুন : ইভিএমের বোতামে কালি, অভিযোগ তৃণমূলের দিকে

ভুতনি থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুরানো মামলা রয়েছে । নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদনে ধৃতকে গতকাল মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details