মালদা, 15 ডিসেম্বর : ওমিক্রন হানা বাংলায় (Omicron case detect in West Bengal) ৷ আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় পা রাখা সাত বছরের বালকের দেহে মিলল করোনার নয়া প্রজাতি (seven years old boy from Murshidabad contracted to Omicron) ৷ মুর্শিদাবাদের ফরাক্কায় বাড়ি হলেও ওমিক্রন আক্রান্ত ছেলেকে নিয়ে মা চলে গিয়েছিলেন মালদার কালিয়াচকে মামার বাড়ি ৷ খবর পেতেই তৎপরতা শুরু মালদা স্বাস্থ্য দফতরের ৷ কালিয়াচক 1 নং ব্লক থেকে আক্রান্ত বালক এবং তার মা'কে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হচ্ছে (Omicron contracted boy and his mother are taken to Malda medical college and hospital from Kaliachak) ৷
এব্যাপারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঁপড়ি নায়েক বলেন, "খবরটা পাওয়ামাত্র আমরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আমাদের টিম ইতিমধ্যে ওই বাচ্চাটি যেখানে রয়েছে, সেই বাড়িতে চলে গিয়েছে। আমরা যতদূর শুনেছি বাচ্চাটিকে নিয়ে তার পরিবার আবু ধাবি থেকে হায়দরাবাদ আসে। সেখান থেকে কলকাতা হয়ে মালদা এসেছে। এখন তারা আপাতত কালিয়াচক 1 নম্বর ব্লকে রয়েছে। হায়দরাবাদে আরটি-পিসিআর টেস্টে বাচ্চাটির পজিটিভ রিপোর্ট আসে। হায়দরাবাদেই লালারসের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে বাচ্চাটির শরীরে ওমিক্রন ধরা পড়ে। কিন্তু ততদিনে বাচ্চাটিকে নিয়ে তার পরিবার মালদায় চলে এসেছে।"