কালিয়াচক, 10 মার্চ: হোলির দিন মদের নেশায় চুর হয়ে বাড়ি ফিরেছিল প্রতিবেশী ৷ শুরু করেছিল অশ্রাব্য ভাষায় গালিগালাজ ৷ নিজের আত্মীয়ের সেই আচরণ মানতে না পেরে প্রতিবাদ করেন 32 বছরের উৎপল মণ্ডল ৷ তারপরই এই নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তার মধ্যেই উৎপলবাবুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে প্রতিবেশী প্রতাপ চৌধুরী ৷ ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন উৎপলবাবুর বাবা-মা ৷ খবর পেয়ে গ্রামবাসীরা তাঁদের তিনজনকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসেন ৷ পরে উৎপলবাবুকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয় ৷ অন্যদিকে আজ শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর বাবার (Malda Old Man is Murdered by Relative)৷ এদিকে ঘটনার পর পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত প্রতাপ ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মধুঘাট এলাকায় (Crime at Malda)৷
মৃত বৃদ্ধের নাম উদয় মণ্ডল (64)৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে হোলির দিন দুপুরে ৷ উদয়বাবুর বাড়ির পাশেই তাঁর ভাগ্নে প্রতাপ চৌধুরীর বাড়ি ৷ সেদিন আকণ্ঠ মদ্যপান করে বাড়ি ফিরেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে প্রতাপ ৷ তার প্রতিবাদ করতেই বিপত্তি ৷ এই বিষয়ে উদয়বাবুদের আরেক প্রতিবেশী গৌতম বিশ্বাস বলেন, "প্রতাপ সেদিন চিৎকার করে গালিগালাজ করছিল ৷ সেই সময় উৎপল তাকে থামতে বলে ৷ এই নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হয় ৷ সেই সময় প্রতাপ, উৎপলের মাথার পিছনে লোহার রড দিয়ে আঘাত করতেই মাটিতে পড়ে যায় উৎপল ৷ সেই দৃশ্য দেখে তার বাবা ছেলেক বাঁচাতে এগিয়ে এলে প্রতাপ তাঁর মাথাতেও লোহার রডের আঘাত করে ৷ এরপর তাঁর মা এলে তাঁকেও লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেয় প্রতাপ ৷ গ্রামবাসীরাই আহত তিনজনকে মালদা মেডিক্যালে নিয়ে আসে ৷ সেখানেই শুক্রবার সকালে উদয় মণ্ডলের মৃত্যু হয় ৷ ঘটনার পর থেকেই এলাকা ছাড়া প্রতাপ ৷"