মালদা, 10 অগস্ট : মাত্র 18 দিনের ব্যবধানে এক বৃদ্ধাকে দেওয়া হয়েছে ভ্যাকসিনের (Covid Vaccine) দুটি ডোজ় । আরও বড় বিষয়, বৃদ্ধাকে প্রথম ডোজে় কোভিশিল্ড (Covishield) এবং দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে কোভ্যাকসিন (Covaxin) । এমন ঘটনা ঘটেছে খোদ সরকারি হাসপাতালে । এদিকে দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুদিন পর থেকে কিছু উপসর্গ দেখা দিয়েছে ওই বৃদ্ধার । আজ তিনি পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে আসেন । বহির্বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে পাঠিয়ে দেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে এই নিয়ে স্বাস্থ্য বিভাগের কোনও প্রতিক্রিয়া মেলেনি । বারবার ফোন করা হলেও তা রিসিভ করেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক ।
পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের লেবু বাগানের বাসিন্দা শান্তি মণ্ডল । 69 বছরের এই বৃদ্ধা বাড়িতে একাই থাকেন । দীর্ঘদিন আগে একমাত্র মেয়ের বিয়ে হয়েছে গাজোলের আদিনা এলাকায় । বর্তমানে মেয়ে-জামাইয়ের উপরেই পুরোপুরি নির্ভরশীল শান্তিদেবী । 3 এপ্রিল তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। বীণা বটব্যাল নামে এক স্বাস্থ্যকর্মী তাঁকে টিকা দিয়েছিলেন । প্রোভিশনাল সার্টিফিকেটে উল্লেখ রয়েছে, শান্তিদেবীকে 26 জুন থেকে 28 জুলাইয়ের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হবে ।
শান্তিদেবী লেখাপড়া জানেন না । ফলে ওই সার্টিফিকেটে কী লেখা রয়েছে, তা তিনি জানতে পারেননি । প্রথম ডোজ নেওয়ার কিছুদিন পর থেকে তিনি ফের হাসপাতালে যেতে শুরু করেন । কারণ, তিনি জেনেছিলেন, দুটো ডোজ় না নেওয়া হলে করোনা থেকে রেহাই মিলবে না । অবশেষে 21 এপ্রিল তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পান । এবার তাঁকে দেওয়া হয় কোভ্যাকসিন । সেই টিকা দিয়েছিলেন পাপিয়া দাস নামে এক স্বাস্থ্যকর্মী । ফাইনাল সার্টিফিকেটে তাঁরই নাম উল্লেখ রয়েছে ।
এদিকে দ্বিতীয় ডোজ় নেওয়ার কিছুদিন পর থেকে শারীরিক কিছু সমস্যা দেখা দেয় বৃদ্ধার । তিনি পড়শিদের তা জানান । প্রতিবেশীরা তাঁকে বলেন, এত কম সময়ের ব্যবধানে দুই ধরনের ভ্যাকসিন নেওয়ার জন্যই তাঁর এসব সমস্যা হচ্ছে । এরপর গতকাল তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে আসেন ।