মালদা, 5 অগাস্ট : একদিন রেকর্ড কোরোনা সংক্রমণ মালদায় ৷ গত 24 ঘণ্টায় এই জেলায় সংক্রমিতের সংখ্যা 126 ৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা ৷ গতকাল মালদা কোরোনা হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক সংক্রমিতের ৷ স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলায় কোরোনায় মৃত্যু হয়েছে 19জনের ৷ মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 2,561 ৷
কয়েকদিন ধরেই মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ তবে, এর আগে কখনও একদিনে আক্রান্তের সংখ্যা 100 ছাড়ায়নি ৷ গত 24 ঘণ্টায় ভেঙেছে সেই রেকর্ড ৷ নতুন করে যে 126 জনের লালারসের নমুনা পরীক্ষায় কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে, তার মধ্যে কোরোনায় মৃত্যু হয়েছে একই পরিবারের সাতজনের ৷ তাঁরা পুরাতন মালদা পৌরসভার তাঁতিপাড়া এলাকার বাসিন্দা ৷