পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মালদায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই হাজারের গণ্ডি - মালদা

মালদায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই হাজারের গণ্ডি ৷ কোরোনায় আক্রান্ত গাজোলের এক বিধায়ক, তাঁর স্বামী-সহ পরিবারের এক সদস্য ৷

coronavirus
ছবিটি প্রতীকী

By

Published : Aug 5, 2020, 11:45 AM IST

মালদা, 5 অগাস্ট : একদিন রেকর্ড কোরোনা সংক্রমণ মালদায় ৷ গত 24 ঘণ্টায় এই জেলায় সংক্রমিতের সংখ্যা 126 ৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা ৷ গতকাল মালদা কোরোনা হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক সংক্রমিতের ৷ স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলায় কোরোনায় মৃত্যু হয়েছে 19জনের ৷ মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 2,561 ৷

কয়েকদিন ধরেই মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ তবে, এর আগে কখনও একদিনে আক্রান্তের সংখ্যা 100 ছাড়ায়নি ৷ গত 24 ঘণ্টায় ভেঙেছে সেই রেকর্ড ৷ নতুন করে যে 126 জনের লালারসের নমুনা পরীক্ষায় কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে, তার মধ্যে কোরোনায় মৃত্যু হয়েছে একই পরিবারের সাতজনের ৷ তাঁরা পুরাতন মালদা পৌরসভার তাঁতিপাড়া এলাকার বাসিন্দা ৷

গাজোলের নয়াপাড়া এলাকায় একাধিক কোরোনা সংক্রমিতের হদিস মেলে ৷ তারপরই বিধায়ক ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের লালারস পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ৷ সোমবার তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় ৷ সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তবে, নমুনা দেওয়ার পর থেকেই ওই বিধায়ক ও তাঁর পরিবার হোম আইসোলেশনে রয়েছেন ৷ তাঁরা প্রত্যেকেই উপসর্গহীন ৷

গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলে 931টি লালারসের নমুনা পরীক্ষা করা হয় ৷ তার মধ্যে 204টি নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এর মধ্যে 120টি নমুনা মালদার, বাকি 84টি দক্ষিণ দিনাজপুরের ৷ পাশাপাশি, গত 24 ঘণ্টায় মালদায় 72টি লালারসের নমুনার ব়্যাপিড অ্যান্ডিজেন টেস্ট করা হয়েছে ৷ এর মধ্যে আটটি নমুনার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

ABOUT THE AUTHOR

...view details