মালদা, 21 মার্চ: তৃণমূল দলে অসৎ লোক রয়েছেন ৷ প্রকাশ্যেই তা মেনে নিচ্ছেন উদয়ন গুহ ৷ তবে কি সেই কারণে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও গত বিধানসভা ভোটের বুলি তার মুখে ? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানাচ্ছেন, পঞ্চায়েতেও মানুষ মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দেবেন ৷ প্রার্থী দেখে নয় ৷ আর মতো কিছু উদয়ন গুহরা আরও রয়েছেন ৷ তাঁদের জন্যই যত সমস্যা ! এভাবেই নিজের নামে মশকরা করতে ছাড়লেন না দিনহাটার বিধায়ক উদয়ন গুহ স্বয়ং (Minister Udayan Guha Makes Sarcasm on Himself in Malda) ৷ আর তাঁর এই মন্তব্য নিশ্চিতভাবেই বিরোধীদের রাডারে থাকবে ৷
নিজের দফতরের কাজকর্মের খতিয়ান দেখতে মঙ্গলবার মালদায় এসেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ তিনি আজ জেলা প্রশাসনিক দফতরে একটি বৈঠকও করেন ৷ সঙ্গে ছিলেন তাঁর দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, আরেক প্রতিমন্ত্রী তজমুল হোসেন, বিধায়ক আবদুর রহিম বকসি, সাবিত্রী মিত্র-সহ প্রশাসনিক আধিকারিকরা ৷ বৈঠকে নিজের দফতরের কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ খতিয়ান দেখেন উদয়ন গুহ ৷ পঞ্চায়েত নির্বাচনের আগেই চালু থাকা সমস্ত কাজ শেষ করার নির্দেশও দেন মন্ত্রীমশাই ৷
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে উদয়ন জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় যে কাজগুলি শুরু হয়েছে, সেই সব খতিয়ে দেখতেই আজ মালদা এসেছিলেন ৷ কোন কাজ কী পর্যায়ে রয়েছে ? কত শতাংশ কাজ হয়েছে ? সেসব নিয়েই বৈঠকে পর্যালোচনা করা হয়েছে বলে জানান তিনি ৷ উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সিদ্ধান্ত নিয়েছে, যে কাজগুলি এখন চালু রয়েছে, সেগুলি অতি দ্রুত শেষ করা হবে ৷ তার জন্য ইঞ্জিনিয়রদের প্রয়োজনীয় নির্দেশও দেন মন্ত্রী ৷ কোথাও কোনও সমস্যা থাকলে এলাকার জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে সেসব দূর করতে বলেন ৷