পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Newlywed Woman Kills Self: বিয়ের তিন মাসের মাথায় আত্মঘাতী বধূ, নেপথ্যে স্মার্টফোন ! - newlywed woman kills self

মোবাইল ফোন নিয়ে স্বামীর সঙ্গে বচসার জেরে বিয়ের কয়েক মাসের মধ্য়ে আত্মঘাতী বধূ ৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷

Etv Bharat
আত্মঘাতী বধূ

By

Published : Apr 8, 2023, 7:20 PM IST

মালদা, 8 এপ্রিল: বিয়ের কয়েক মাসের মাথাতেই আত্মঘাতী বধূ ৷ যা নিয়ে চাপানোতর শুরু হয়েছে এলাকায় ৷ মোবাইল ফোন নিয়ে স্বামীর সঙ্গে বচসা ৷ তার জেরেই বিয়ের তিন মাসের মাথায় আত্মঘাতী হয়েছেন বধূ ৷ প্রাথমিকভাবে তেমনই অনুমান পুলিশের ৷

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার খিরিপাড়া গ্রামে ৷ রাতেই ওই বধূর মৃতদেহ উদ্ধার করে বামনগোলা থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে দেহ পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত বধূর নাম ঝুমা সরকার (19) ৷ বাপের বাড়ি হবিবপুর থানার ডালনা গ্রামে ৷ স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ঝুমার সঙ্গে খিরিপাড়া গ্রামের যুবক বিশ্বদীপ সরকারের প্রেমের সম্পর্ক ছিল ৷ বিশ্বদীপ ছোটখাটো একটি ব্যবসা করেন ৷ দুই পরিবারের তরফে তাঁদের সম্পর্ক মেনে নেওয়ার পর মাসতিনেক আগে তাদের বিয়ে হয় ৷

বিশ্বদীপের বাবা অনেক আগেই প্রয়াত হয়েছেন ৷ মা বেশিরভাগ সময় বিভিন্ন ধর্মস্থানে থাকেন বলে জানা গিয়েছে ৷ এখনও তিনি বাইরেই রয়েছেন বলে খবর ৷ জানা গিয়েছে, মোবাইল ফোন নিয়ে গতকাল বিশ্বদীপ ও ঝুমার মধ্যে বচসা শুরু হয় ৷ ঝামেলা শেষে কথাকাটাকাটি পর্যন্ত গড়ায় ৷ নতুন স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য স্বামীর কাছে আবদার করেছিল ঝুমা ৷ কিন্তু এই মুহূর্তে স্ত্রীকে দামি ফোন কিনে দেওয়ার অবস্থা নেই বলে জানিয়ে দেয় বিশ্বদীপ ৷ পুলিশ সূত্রে খবর, দুপুরে ঝামেলার পর কাজে চলে যান বিশ্বদীপ ৷ এরপর রাত আটটা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখেন, শোওয়ার ঘরের সিলিং থেকে ঝুমার দেহ ঝুলছে ৷

এরপরই তিনি চিৎকার করতে ধাকেন ৷ তাঁর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরাও ৷ তড়িঘড়ি ফাঁস খুলে ঝুমাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বামনগোলা গ্রামীণ হাসপাতালে ৷ কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷ খবর পেয়ে দেহটি নিজেদের হেফাজতে নেয় বামনগোলা থানার পুলিশ ৷ এলাকার এক বাসিন্দা ঝুমা মণ্ডল বলেন, "খবর পেয়ে আমি গতকাল রাত ন'টা নাগাদ ওদের বাড়ি যাই ৷ শুনলাম, সামান্য একটা মোবাইল ফোন কেনা নিয়ে গতকাল দুপুরে বিশ্বদীপ আর ঝুমার মধ্যে ঝগড়া হয়েছিল ৷ মাত্র তিন মাস আগে ওদের বিয়ে হয়েছিল ৷ ভালোবেসেই ওরা বিয়ে করেছিল ৷ গতকাল রাতে ঝুমার স্বামীই প্রথম দেহ দেখতে পায় ৷ সামান্য একটা ফোনের জন্য কেন এমন সিদ্ধান্ত নিল ঝুমা, বুঝতে পারছি না ৷"

আরও পড়ুন: থানার সামনে বাইকে থাকা পুলিশকর্মীকে পিষে দিল বালিবোঝাই লরি

এই ঘটনায় বামনগোলা থানার পুলিশ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details