মালদা, 10 অগস্ট : আম-লিচুর জেলা মালদা । এই দুই ফলের রসেই যেন মিশে রয়েছে এই জেলার সুখ্যাতি । আম, লিচু ছাড়াও আরও বেশ কয়েকটি নতুন ফলের চাষের উদ্য়োগ আগেই নেওয়া হয়েছে ৷ তার মধ্যে রয়েছে ড্রাগন ফ্রুটের মতো বিদেশি ফল । এবার রাজ্য সরকার এই জেলায় আরও সাতরকম ফলের উৎপাদনের দিকে নজর দিয়েছে । আত্মা (Agricultural Technology Management Agency (ATMA) প্রকল্পে মাল্টা, লাল জামরুল, লঙ্গানের মতো ফলের বাগান তৈরির চেষ্টা চলছে ৷ পাশাপাশি আম, লিচু, কাঁঠালকে যাতে সারা বছর মানুষের প্লেটে তুলে দেওয়া যায় তারও উদ্যোগ নেওয়া হয়েছে ।
চলতি বছরে মালদা জেলায় আমের বেশ ভাল উৎপাদন হয়েছে । গোটা রাজ্যের মানুষই এবার মালদার আম তারিয়ে তারিয়ে উপভোগ করতে পেরেছেন । তবে এবার জেলায় লিচুর উৎপাদন ততটা ভাল হয়নি । আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার লিচুর উৎপাদন তেমন হয়নি । এবার এই জেলায় আরও কিছু ফল উৎপাদন করতে চাইছে রাজ্য সরকার । সরকারি সমীক্ষায় উঠে এসেছে, এই জেলায় আম বা লিচুর মতো আরও কিছু ফলের ভাল উৎপাদন হতে পারে ।
জেলা উদ্যানপালন দফতরের উপ-অধিকর্তা কৃষ্ণেন্দু নন্দন বলেন, "আত্মা প্রকল্পের ( Agricultural Technology Management Agency (ATMA) ৷ মধ্যে ডেমনস্ট্রেশন সেন্টার (ডিসি) বলে একটি অ্যাকটিভিটি রয়েছে । সেখানে আমরা নতুন কিছু ফসলের উপর কাজ করতে পারি । উৎপাদন সঠিক হলে এবং কৃষকরা সেই ফসল চাষে উৎসাহিত হলে পরবর্তীতে এনিয়ে আরও এগোনো যেতে পারে । এই জেলায় যাতে আরও নানাবিধ ফল উৎপাদন করা যায় তার জন্য আমরা কয়েক বছর ধরেই চেষ্টা করছি । এর আগে আমরা বিভিন্ন ধরনের কুল, ড্রাগন ফল নিয়ে কাজ করেছি । এখন সেই ফলগুলি জেলায় ভালই উৎপাদিত হচ্ছে । কৃষকরাও ভাল দাম পাচ্ছেন । এবার আমরা আত্মা প্রকল্পে 100টি ডেমনস্ট্রেশন সেন্টার করছি । এই ডিসিগুলিতে সাতটি ফসল নিয়ে আমরা কাজ করব ।"