পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় কোরোনা আক্রান্ত বেড়ে 325 - মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

মালদা জেলায় আরও 10 জন কোরোনায় আক্রান্ত হলেন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 325 ।

corona virus
কোরোনা ভাইরাসে আক্রান্ত

By

Published : Jun 16, 2020, 5:54 PM IST

মালদা, 16 জুন : মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে । মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে 13 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাদের মধ্যে 10 জন মালদার বাসিন্দা । দু'জন দক্ষিণ দিনাজপুরের ও একজন উত্তর দিনাজপুরের বাসিন্দা । তাদের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্ত তিনজন কালিয়াচক এক নম্বর ব্লক, পাঁচজন চাঁচল এক নম্বর ব্লক ও দু'জন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বাসিন্দা । মালদায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 325 ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী বলেন, “জেলায় নতুন করে 10 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ আক্রান্তদের জেলা কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে । জেলায় প্রতিদিনই কোরোনা সংক্রমণ ঘটছে ৷ তবে স্বস্তির বিষয়, ইতিমধ্যে 200-র বেশি কোরোনা আক্রান্ত পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ বাকিরা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ৷ জেলায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি ৷”

ABOUT THE AUTHOR

...view details