পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর বাজারে ধরে ধরে কোরোনা পরীক্ষা, পজ়িটিভ এলেই ঠাঁই সেফ হাউসে - ভিড় বাজারে ধরে ধরে কোরোনা পরীক্ষা, পজ়িটিভ এলেই ঠাঁই হবে সেফ হাউসে

বাজার থেকেই সোজা পাঠানো হবে সেফ হাউসে ৷

পুজোর বাজারে ধরে ধরে কোরোনা পরীক্ষা, পজ়িটিভ এলেই ঠাঁই সেফ হাউসে
পুজোর বাজারে ধরে ধরে কোরোনা পরীক্ষা, পজ়িটিভ এলেই ঠাঁই সেফ হাউসে

By

Published : Oct 14, 2020, 12:14 PM IST

মালদা, 14 অক্টোবর : পুজোর মরশুমে জেলায় ফের বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ গত এক সপ্তাহে মালদা জেলায় প্রায় প্রতিদিনই সংক্রমণের সংখ্যা একশো ছাড়িয়ে যাচ্ছে ৷ সদর কিংবা মফস্‌সল শহরগুলির দোকানপাটে উপচে পড়ছে পুজোর ভিড় ৷ এই ভিড় নিয়ন্ত্রণে এবার বাজারে যাওয়া মানুষদের ধরে ধরে কোরোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মঙ্গলবার কোরোনা মোকাবিলায় মালদায় একটি বৈঠকে জেলা প্রশাসন ও পুলিশকর্তাদের এই নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্তকুমার রায় ৷ মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে আয়োজিত এক বৈঠকে এই নির্দেশ দেন সুশান্তবাবু ৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পুজো কমিটির সদস্যরাও ৷ কোরোনার মধ্যে কীভাবে পুজোর আয়োজন করা হবে, তা নিয়েও পুজো কমিটিগুলিকে পরামর্শ দেন সুশান্তবাবু এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ৷

বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো, মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ অমিত দাঁসহ অন্যান্যরা ৷ বৈঠকে প্রশাসনের তরফে পুজো কমিটিগুলিকে সাফ জানিয়ে দেওয়া হয়, এবার পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে ভিড় করা যাবে না ৷ একসঙ্গে 20 জনের বেশি অঞ্জলি দেওয়া যাবে না ৷ উদ্যোক্তাদের আগেই অঞ্জলির জন্য বাড়ি বাড়ি কুপন বিলি করতে হবে ৷ একইসঙ্গে পুজোর পর উদ্যোক্তাদেরই মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ভোগ দিতে হবে ৷ প্রতিটি মণ্ডপের তিনদিক খোলা রাখতে হবে ৷ মাস্ক ছাড়া কাউকে মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না ৷ প্রতিটি মণ্ডপে স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে ৷ নির্দেশিকার কোনও একটি না মানা হলেই প্রশাসন পুজো বন্ধ করে দেবে ৷ শুধু তাই নয়, সেক্ষেত্রে উদ্যোক্তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

বৈঠক শেষে সুশান্তবাবু বলেন, "কোরোনা আবহেই বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজো এগিয়ে আসছে ৷ আমরাও চাই, সবাই এই উৎসব উপভোগ করুক ৷ কিন্তু এবার পরিস্থিতি আলাদা ৷ আগের মতো সবকিছু আর নেই ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পুজো সম্পর্কিত কিছু নির্দেশিকার কথা জানিয়েছেন ৷ আজ সেসবই উপস্থিত পুজো কমিটিগুলিকে জানানো হয়েছে ৷ মানুষের কাছে আমার আবেদন, অন্যান্য বছরের মতো এবার দয়া করে প্যান্ডেল হপিং করবেন না ৷ অঞ্জলি দেওয়ার সময় দূরত্ববিধি মেনে চলতে হবে ৷ পুজো উদ্যোক্তাদের সময় নিয়ে অঞ্জলির ব্যবস্থা করতে হবে ৷ স্যানিটাইজ়ার মণ্ডপে রাখতেই হবে ৷"

পুজোর বাজারে ধরে ধরে কোরোনা পরীক্ষা, পজ়িটিভ এলেই ঠাঁই সেফ হাউসে

তিনি আরও বলেন, "এবারের পুজোয় কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না ৷ প্রতিমা মণ্ডপে নিয়ে আসা এবং বিসর্জনের সময় কোনও শোভাযাত্রা করা যাবে না ৷ তিনদিন ধরে বিসর্জনপর্ব চলবে ৷ পুজোর বাজারে ভিড় নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীরা দোকানে গিয়েও মানুষের লালারস পরীক্ষা করবেন ৷ রিপোর্ট পজ়িটিভ মিললেই বাজার থেকেই তাঁদের সেফ হাউসে পাঠানো হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details