নয়া নির্দেশিকা, বিকেল 3টের পর চলাচল নিষিদ্ধ মালদায় - Malda corona
কোরোনা মোকাবিলায় মালদা জেলায় নয়া নির্দেশিকা। সময়সীমা বেঁধে দেওয়া হল বাজার - হাটের।
নয়া নির্দেশিকা,বিকেল 3টের পর চলাচল নিষিদ্ধ মালদায়
মালদা, 28জুন: দিনের পর দিন জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা৷ মালদা জেলায় কোরোনা সংক্রমণ রুখতে বাজার হাটের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন৷ পাশাপাশি বিকেল তিনটের পর রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে৷
উল্লেখ্য, জেলায় প্রতিদিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা৷ জেলায় আজ নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছেন 25 জন৷ তবে, সংক্রমিত একজনের দ্বিতীয় দফায় লালারস পরীক্ষা করা হয়েছিল৷ এনিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 564৷ জেলায় কোরোনার সংক্রমণ রুখতে আজ জেলা প্রশাসনিকভবনে বৈঠক হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, SDO সুরেশ চন্দ্র রানো ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ, মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা৷
জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, “সাতজনের বেশি জমায়েত করা যাবে না৷ যেখানে প্রয়োজন নেই, সেখানে অকারণে জমায়েত করা যাবে না৷ মার্কেট যেমন খুলছে তেমনই খুলবে৷ তবে বাজার-হাট-দোকানের ক্ষেত্রে সময়সীমা কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে৷ পৌরসভা থেকে সেই প্রস্তাব দেওয়া হয়েছে এবং ব্যবসায়ী সমিতি সেটা নিজেরাই দেখাশোনার দায়িত্ব নিয়েছে৷ আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবজি-মাছের বাজার সকাল 10টা পর্যন্ত বসবে৷ অন্যান্য দোকানের ক্ষেত্রে সেই সময়সীমা বিকেল তিনটে পর্যন্ত করা হয়েছে৷”
ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ বলেন, “শহরের বেশ কিছু মানুষের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ কোরোনার সংক্রমণ রুখতে আজ বৈঠক করা হয়েছে৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরের সবজি বাজার সকাল 10টা পর্যন্ত খোলা থাকবে৷ বাজারের এই নিয়ম বজায় রাখার দায়িত্ব নিয়েছে চেম্বার অব কমার্স৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া অন্যান্য দোকান সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকবে৷ এই সময়ের পরে শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে৷ এই আংশিক লকডাউনের সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে৷ এই আংশিক লকডাউন আপাতত পরীক্ষামূলক ভাবে 10 দিন চালানো হবে৷ আগামী এই নির্দেশিকা শহরে মাইকিং করা হবে৷ আগামী মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে৷”