মালদা, 6 অগস্ট: অস্বস্তির ভরা মরশুমেই রাজ্যে ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচন (Malda New Bridge)। ইডি, সিবিআইয়ের কাঁটা সরিয়ে কীভাবে সেই নির্বাচনে মানুষের কাছে যাওয়া যায়, তার দিশা খুঁজতে ব্যস্ত তৃণমূলের নীচু থেকে উঁচুতলার নেতৃত্ব । তবে এই বাজারে ইংরেজবাজারে রাজ্যের শাসকদলের কাছে স্বস্তি হতে পারে কালিন্দ্রী নদীর উপর নির্মীয়মান ব্রিজ । বেশ কয়েকটি গ্রামের দীর্ঘদিনের দাবি সেই নির্বাচনের আগেই পূরণ হতে চলেছে । পুজোর পরেই ওই ব্রিজের উদ্বোধন হয়ে যেতে পারে । এই ব্রিজই এখন ভরসা নঘরিয়া এলাকার জেলা পরিষদ সদস্যের ।
ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নঘরিয়া গ্রাম একটি ব-দ্বীপের মতো । এর দু'দিক দিয়ে বইছে কালিন্দ্রী । গ্রামের জনসংখ্যা 20 হাজারেরও বেশি । ভোটার রয়েছেন 15 হাজারের বেশি । বর্ধিষ্ণু এই গ্রামে একসময় সভা করে গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব । তাঁর আহ্বানে সাড়া দিয়ে এই গ্রামের অনেক মানুষ দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন । কিছুদিন আগে পর্যন্ত এই গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা । ভরা বর্ষায় নদী পেরোতে সমস্যায় পড়ত স্কুল-কলেজের পড়ুয়ারা । এসব কারণে দীর্ঘদিন ধরেই কালিন্দ্রীর উপর ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষজন । পরবর্তীতে মুখ্যমন্ত্রীর মালদা সফরের সময় মানুষের এই দাবি তাঁকে জানান তৎকালীন বিধায়ক সাবিত্রী মিত্র । তখনই এনিয়ে কিছু না বললেও পরবর্তীতে মুখ্যমন্ত্রী এই ব্রিজ নির্মাণের জন্য প্রায় 10 কোটি টাকা বরাদ্দ করেন । সেই ব্রিজ এখন প্রায় তৈরি । এই মুহূর্তে চলছে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ ।