মালদা, 18 নভেম্বর :কোনও পরিবারে সন্তান জন্মানোর খবর পেলে সেখানে চলে যান বৃহন্নলারা ৷ নবজাতকের বাড়িতে পৌঁছে সদ্যোজাতকে আশীর্বাদ করে টাকাপয়সা রোজগার করাই তাঁদের উদ্দেশ্য। তবে টাকা নিয়ে চাপ দেওয়া, দরাদরি করার অভিযোগ ওঠে বৃহন্নলাদের বিরুদ্ধে ৷ এবার মালদার মানিকচক থেকে উঠে এল আরও গুরুতর এক অভিযোগ ৷ অভিযোগ, সদ্যোজাতকে কোলে নিয়ে টাকা-পয়সার দরাদরি করায় এবং বারবার ফেরত চাওয়া সত্ত্বেও শিশুটিকে তার মায়ের কোলে না ফেরানোয় এক বৃহন্নলার কোলেই মৃত্যু হল ওই সদ্যোজাতর ৷
মানিকচকের বাঙাল গ্রামের বাসিন্দা মাম্পি সরকার। গত 29 অক্টোবর মালদা মেডিক্যালে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেন মাম্পিদেবী। তাঁর দুটি পুত্র ও একটি কন্যাসন্তান হয়। সুস্থ অবস্থাতেই বাড়ি ফেরে ওই তিন শিশু ৷ এই খবর পেয়ে বুধবার বিকেলে মাম্পিদেবীর বাড়িতে হাজির হয় অউলাদ আলি নামে স্থানীয় এক বৃহন্নলা ৷ প্রথামতো ঢোল বাজিয়ে ওই সদ্যোজাতদের কোলে নিয়ে তাদের আশীর্বাদ করেন ওই বৃহন্নলা ৷ মাম্পিদেবীর পরিবারের দাবি, এই কাজের জন্য পাঁচ হাজার টাকা দাবি করেন ওই বৃহন্নলা। কিন্তু এত টাকা দেওয়ার সামর্থ মাম্পিদেবীদের না থাকায় তাঁরা অউলাদ আলিকে তিনশো টাকা দেন ৷ কিন্তু সেই টাকা নিতে অস্বীকার করেন ওই বৃহন্নলা, পরে পাঁচশো টাকা দিতে চাইলেও রাজি হননি তিনি ৷ অভিযোগ, এরপরেই মাম্পিদেবীর এক পুত্রসন্তানকে নিজের কাছে রেখে বেশি টাকা দাবি করতে থাকেন ওই বৃহন্নলা ৷ দুধ খাওয়ানোর জন্য ফেরত চাইলেও শিশুটিকে তার মায়ের কোলে ফেরায়নি অউলাদ আলি নামে ওই বৃহন্নলা ৷ শিশুটি আগে থেকে অসুস্থ ছিল বলা সত্ত্বেও বৃহন্নলা সে কথায় কান দেননি, ফলে মৃত্যু হয় শিশুটির ৷ এমনই অভিযোগ ওই মৃত শিশুর পরিবারের ৷