পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 20, 2023, 10:18 PM IST

ETV Bharat / state

Murder For Land Dispute: জমি বিবাদের জের, গলায় ছুরির কোপ মেরে কাকাকে খুন ভাইপোর

জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কাকাকে আগেই মারধর করেছিল 'গুণধর' ভাইপো ৷ এই ঘটনায় কাকা থানায় অভিযোগ জানাতেই পরের দিন রাস্তায় সবার সামনে তাঁকে খুন করল ভাইপো ৷

Etv Bharat
প্রতীকী ছবি

মালদা, 20 এপ্রিল: জমি বিবাদকে কেন্দ্র করে বিবাদের জেরে গলায় ছুরির কোপ মেরে কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে ৷ দোষীর শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ৷ বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷

মৃত ব্যক্তির নাম ইখতেয়ার হোসেন (45) ৷ বাড়ি রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানিপুর গ্রামে ৷ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভাইপো মুশফিক রেজার সঙ্গে একটি জমির সামান্য অংশ নিয়ে বিবাদ চলছিল তাঁর ৷ তিনদিন আগে এই বিবাদকে কেন্দ্র করে রেজার হাতে আক্রান্ত হয়েছিলেন ইখতেয়ার ৷ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর বিষয়টি নিয়ে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করেছিলেন বলে জানা গিয়েছে ৷

বৃহস্পতিবার দুপুরে কুশিদা এলাকায় নিজের দোকান থেকে ফিরছিলেন ইখতেয়ার সাহেব ৷ সেই সময় রাস্তার মাঝেই তাঁর গলায় ছুরির কোপ মারে রেজা ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ইখতেয়ার সাহেব ৷ তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইখতেয়ারকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার খবর চাউর হতেই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা যায় ৷ দোষীর শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ৷ মৃতের আত্মীয় রমজান আলি বলেন, "তিনদিন আগে জমির আল নিয়ে ঝগড়া হয়েছিল ৷ ইখতেয়ারকে মারধরও করা হয় ৷ এই নিয়ে থানায় অভিযোগও জানিয়েছিলেন ৷ ইখতেয়ার জমি কিনেছিল ৷ সেই জমির রেজিস্ট্রিও হয়েছে ৷ সেসব নিয়ে কোনও ঝামেলা ছিল না ৷ ঘর তোলার পর থেকেই ঝামেলা শুরু হয় ৷ আজ দুপুরে দোকান থেকে ফেরার পথে ছুরি নিয়ে ইখতেয়ারের গলায় কোপ মারে মুসফিক রেজা ৷"

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, জমি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷ বুধবার এই নিয়ে একটা কেস হয়েছে ৷ আজও সেই ঘটনাকে কেন্দ্র করে হামলা চালানো হয় ৷ চিকিৎসক জানিয়েছেন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হবে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

আরও পড়ুন :চাষের জমির দখল নিয়ে রণক্ষেত্র, অস্ত্রের কোপে আক্রান্ত 6

ABOUT THE AUTHOR

...view details