পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Two Women Beaten in Malda: কুসংস্কারাচ্ছন্ন দুই মহিলাকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে - Superstitious

কুসংস্কারে আচ্ছন্ন দুই মহিলাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে (Neighbors Accused of Beating Two Superstitious Women in Malda) ৷ অভিযোগ তাঁরা কুসংস্কারে বিশ্বাস করে ওই দুই মহিলাকে মারধর করেছেন ৷ মালদা শহরের ঘটনায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন ৷

Two Women Beaten in Malda ETV BHARAT
Two Women Beaten in Malda

By

Published : Jan 7, 2023, 6:54 PM IST

কুসংস্কারে আচ্ছন্ন দুই মহিলাকে মারধরের অভিযোগ মালদায়

মালদা, 7 জানুয়ারি: কুংস্কারের আচ্ছন্ন দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে (Neighbors Accused of Beating Two Superstitious Women in Malda) ৷ অভিযোগ প্রতিবেশীরা নিজেরাও কুসংস্কারে আচ্ছন্ন ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকায় ৷ ঠিক কী ঘটেছিল ? পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ জামাই ৷ তাঁকে ফিরিয়ে আনতে গুনিনের শরণাপন্ন হয়েছিলেন মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকার দুই মাঝবয়সি মহিলা ৷ অভিযোগ গুনিনের নিদানে তাঁরা প্রায় প্রতিদিনই পাড়ার মোড়-সহ বিভিন্ন জায়গায় লাল কাপড়, জবাফুল, সিঁদুরের পুরিয়া, কখনও বা পান-সুপারি ফেলে আসতেন ৷ বিষয়টি নিয়ে আশংকায় ভুগছিলেন পাড়ার বাসিন্দারা ৷

স্থানীয়দের দাবি, লাল কাপড়, জবাফুল, সিঁদুরের পুরিয়া, এসবের কারণে পাড়ায় নানা ধরনের অঘটন ঘটছিল ৷ তাই কে বা কারা সেসব পাড়ার মোড়ে ফেলে যাচ্ছে, তার হদিশ পেতে তাঁরা তক্কেতক্কে ছিলেন ৷ অবশেষে গতকাল রাতে পাড়ার লোকজনের হাতে ধরা পড়ে যান দুই মহিলা ৷ তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ক্ষিপ্ত প্রতিবেশীদের হাত থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত এক মহিলার মেয়ে সীমা দাসের কয়েকবছর আগে বিয়ে হয়েছিল ৷ তাঁদের একটি মেয়েও রয়েছে ৷ কিন্তু দু’বছর আগে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায় সীমার স্বামী খোকন দাস ৷ তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক ৷ ভিনরাজ্যে কাজে যাওয়ার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছিল না ৷ জামাইকে ফিরে পেতে ওই মহিলা এবং তাঁর বোন কালিয়াচকের সুজাপুর এলাকার এক গুনিনের দ্বারস্থ হন ৷ সেই গুনিনই তাঁদের নিদান দেন, যেখানে তাঁরা বসবাস করছেন সেখানকার তিনমাথার মোড়ে বিভিন্ন জিনিস রাতের অন্ধকারে রেখে আসতে হবে ৷ তাহলেই নাকি জামাই ঘরে ফিরে আসবে ৷ গুনিনের নিদান অনুযায়ী কাজ করতে শুরু করেন তাঁরা ৷

কৃষ্ণপল্লির বাসিন্দা রাখি ঘোষ বলছেন, "এই দুই মহিলা অন্য জায়গার বাসিন্দা ৷ কিছুদিন আগে তাঁরা এই পাড়ায় বাড়ি ভাড়া নিয়েছেন ৷ প্রায় প্রতিদিনই তাঁরা পাড়ার বিভিন্ন মোড়ে তুকতাকের নানা জিনিসপত্র ফেলে আসেন ৷ তারপর থেকেই পাড়ায় নানা অঘটন ঘটছে ৷ দুর্ঘটনায় পাড়ার একটি ছেলের পা নষ্ট হতে বসেছিল ৷ অনেক চেষ্টার পর তাঁর পা ঠিক হয়েছে ৷ অনেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন ৷ আমাদের ধারণা, ওই দুই মহিলার কাজকর্মের জন্যই পাড়ায় এসব অঘটন ঘটছে ৷"

আরও পড়ুন:কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিতে শ্মশানে জন্মদিন পালন প্রৌঢ়ের

তিনি দাবি করেছেন, "কে বা কারা এসব জিনিস রাতের অন্ধকারে ফেলে যাচ্ছে, তা জানতে আমরাও তক্কেতক্কে ছিলাম ৷ অবশেষে তাঁদের ধরা গিয়েছে ৷ জিজ্ঞাসাবাদের মুখে দুই মহিলাই স্বীকার করেছে, নিরুদ্দেশ জামাইকে ঘরে ফিরিয়ে আনতে গুনিনের কথা মেনে তাঁরা এই কাজ করতেন ৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে ৷" জনরোষের শিকার দুই মহিলাকে পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয়েছে ৷ ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, কুসংস্কারের জন্যই এই ঘটনা ৷ ওই দুই মহিলাকে আপাতত পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে ৷ সুজাপুরের ওই গুনিনের খোঁজ চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details