মালদা, 9 জুলাই : ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে মঙ্গলবার রাতে মালদায় গিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল । সেই দলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল কমিশন ফর মাইনরিটির ভাইস চেয়ারম্যান তথা জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আতিফ রশিদ । প্রশাসনিক সূত্রে খবর, অন্তত 48টি অভিযোগের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল মালদায় যায় ৷ কিন্তু বুধবার শুধুমাত্র গাজোলের কেনবোনা গ্রামই পরিদর্শন করে ওই দলটি । তা নিয়ে রাজনৈতিক বিতর্কও দেখা দিয়েছে । যেখানে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বিজেপির জেলা সহ সভাপতির উপস্থিতি বিতর্ককে অন্য মাত্রা দিয়েছে । অভিযোগ ওঠে, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে খোঁজ নিতে কমিশনের সদস্যরা বেছে বেছে বিজেপি কর্মীদের সঙ্গেই কথা বলেন । এ নিয়ে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
পরিদর্শনের পর বুধবার রাতে মালদা ছেড়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলটি । সেই দলের রিপোর্টের উপর ভিত্তি করে গতকাল রাতে মালদায় আসে কমিশনের আরও একটি দল । একজন ডিএসপি এবং তিনজন আইসি পদমর্যাদার আধিকারিক ওই প্রতিনিধি দলে রয়েছেন ৷ আজ তাঁরা জেলার পাঁচটি থানা এলাকার প্রায় 30 জন মানুষের সঙ্গে কথা বলেন । তাঁরা সবাই নির্বাচন পরবর্তী হিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ । আর তাঁরা প্রত্যেকেই বিজেপিকর্মী অথবা সমর্থক । শুধু তাঁদেরই নয়, আজ ডাকা হয়েছে গাজোল, মোথাবাড়ি, হবিবপুর, বৈষ্ণবনগর ও কালিয়াচক থানার আইসি এবং ওসিদেরও । শুধু থানার আধিকারিকদেরই নয়, কমিশনের তরফে তলব করা হয় ডিএসপি এবং অতিরিক্ত পুলিশ সুপারকেও (গ্রামীণ)। আক্রান্তদের সঙ্গে কথা বলার পর, কমিশনের চার সদস্য পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বিজেপি নেতা, বিতর্ক মালদায়