পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাস্কের প্রয়োজন নেই, রুমালই যথেষ্ট ; জানাল মালদা রেলওয়ে - undefined

আজ মালদা রেলওয়ে হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, মাস্ক কেনার প্রয়োজন নেই ৷ একই কাজ করবে পকেটে থাকা রুমাল ৷

Malda Railway Hospital
মালদা রেলওয়ে

By

Published : Mar 21, 2020, 4:24 PM IST

Updated : Mar 21, 2020, 4:57 PM IST

মালদা, 21 মার্চ : ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বিশেষজ্ঞরা বারবার বলছেন, সাধারণ মানুষের মাস্কের কোনও প্রয়োজন নেই ৷ শুধুমাত্র আক্রান্ত ও তাঁদের কাছে যাওয়া লোকজনের মাস্ক প্রয়োজন ৷ কিন্তু আতঙ্কের জেরে সেই বার্তা মানতে নারাজ অনেকেই ৷ তাই প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে ওষুধের দোকানে ৷ সবার মূল চাহিদা N-95 মাস্ক ৷ একান্তই তা না পাওয়া গেলে সার্জিকাল মাস্ক ৷ অন্যদিকে এই মাস্ক নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে কালোবাজারির খবর । তা রুখতে ব্যবস্থাও নিচ্ছে প্রশাসন । এই পরিস্থিতিতে আজ মালদা রেলওয়ে হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মাস্ক কেনার প্রয়োজন নেই । একই কাজ করবে পকেটে থাকা রুমাল ৷

আজ মালদা টাউন স্টেশনে GRP কর্মীদের কোরোনা নিয়ে সচেতন করতে এসেছিলেন মালদা রেলওয়ে হাসপাতালের চিকিৎসক, ADMO বি এস মহন্ত ৷ কোরোনা মোকাবিলায় রেল পুলিশকর্মীদের কী কী করা প্রয়োজন, তা বিশদে জানান তিনি ৷ পুলিশকর্মীদের একাধিক প্রশ্নেরও তিনি উত্তর দেন ৷ তখনই তাঁর মুখে উঠে আসে রুমাল প্রসঙ্গ ৷ তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ি GRP-র DSP রিপন বাউল৷ শুধু মালদা স্টেশন নয়, আজ একাধিক স্টেশনে রেল পুলিশকর্মীদের কোরোনা নিয়ে সচেতন করা হয়েছে বলে জানিয়েছেন DSP৷

বি এস মহন্ত বলেন, "কোরোনা আতঙ্কে এই মুহূর্তে বাজারে মাস্কের আকাল রয়েছে ৷ চাহিদা অনুযায়ী জোগান নেই ৷ হাসপাতালেও পর্যাপ্ত পরিমাণে মাস্ক নেই ৷ বাধ্য হয়ে আউটডোরে আমাদের মাস্ক ছাড়াই মুখে রুমাল বেঁধে কাজ করতে হচ্ছে ৷ কিন্তু মাস্ক না পরলে কোরোনা হামলা চালাবে, এমন ভাবার কোনও কারণ নেই ৷ আমরা প্রত্যেকেই রুমাল ব্যবহার করি ৷ সেই রুমাল তিনটি ভাঁজ করে মাস্কের মতো ব্যবহার করলে একই কাজ হবে ৷ আরেকটি বড় বিষয়, সার্জিকাল মাস্ক ব্যবহার করে ফেলে দেওয়ার নিয়ম ৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, মানুষ একটি সার্জিকাল মাস্ক একাধিক দিন ব্যবহার করছে ৷ এতে ভালোর থেকে খারাপ হয় বেশি ৷ শুধু মানসিক শান্তি ছাড়া আর কিছু হয় না ৷ এই পরিস্থিতিতে যদি প্রতিদিন অন্তত তিনটি রুমাল 6-7 ঘণ্টা করে ব্যবহার করা যায়, তাহলে মানুষ বেশি সুরক্ষিত থাকবে ৷ তবে, প্রতিদিন ব্যবহৃত রুমাল ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেওয়া উচিত ৷ মাস্কের পিছনে দৌড়োনোর কোনও প্রয়োজন নেই ৷ N-95 মাস্ক সাধারণ মানুষের দরকার নেই ৷ শুধুমাত্র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের প্রয়োজন ৷"

Last Updated : Mar 21, 2020, 4:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details