পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রথমে চুরি, তারপর খুনের হুমকি; শুক্রবার রহস্যজনক ভাবে উদ্ধার ব্যক্তির দেহ

Body Recover in Malda: তিনদিন ধরে ফোনে মিলছিল খুনের হুমকি ৷ রহস্যজনকভাবে আজ উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত দেহ ৷ মৃতদেহের গলায় মশারির ফাঁস ও মুখে বালিশ চাপার চিহ্ন মিলেছে ৷ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিশ ৷

Body Recover in Malda
রহস্যজনক ভাবে উদ্ধার হল ব্যক্তির দেহ

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 3:17 PM IST

রহস্যজনক ভাবে উদ্ধার হল ব্যক্তির দেহ

মালদা, 24 নভেম্বর:কয়েকদিন আগেই ঘর থেকে চুরি গিয়েছিল বহুমূল্য জিনিস পত্র ৷ দু’-তিন দিন ধরেই ফোনে খুনের হুমকি আসছিল ৷ শুক্রবার সকালে শোওয়ার ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ ৷ শুক্রবার গলায় মশারির ফাঁস, মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ ৷ মৃত ব্যক্তির নাম নেপাল মণ্ডল (42) ৷ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রশিলাদহ বাগানপাড়া এলাকার ঘটনা ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার নেপালবাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল ৷ পরিবারের দাবি, এক অভিযুক্ত ধরাও পড়েছিল ৷ বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভা বসে ৷ সেই সভায় বিষয়টির মীমাংসা হয়নি ৷ মালদা থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন ৷ এনিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিবাদ চলছিল ৷ দু’দিন আগে মদ্যপানের বন্ধুদের সঙ্গেও তাঁর ঝামেলা হয় ৷ তাঁর টোটো আটকে দেওয়া হয়েছিল ৷ এর পরেই তাঁকে ফোনে খুনের হুমকি দেওয়া হচ্ছিল ৷ তবে কে বা কারা সেই হুমকি দিচ্ছিল, তা তিনি কাউকে জানাননি ৷

ঘটনা প্রসঙ্গেই মৃতের স্ত্রী মৌসুমিদেবী বলেন, " আমি ডিক্সো মোড়ে তিন মেয়েকে নিয়ে থাকি ৷ তবে এখানে যাতায়াত আছে ৷ আজ এসে দেখি, ওর গলায় মশারির ফাঁস ৷ মুখে বালিশ চাপা দেওয়া ৷ আমায় বলেছিল খুনের হুমকি দেওয়া হচ্ছে ৷ কিন্তু কে বা কারা সেই হুমকি দিচ্ছে, তা আমাকে বলেনি ৷ তারপর থেকেই ওর ফোনের সুইচ অফ ৷ গতকাল বিকেলে আমি ওর সঙ্গে দেখা করতে আসি ৷ দেখি, ঘরের ভিতর ঘুমোচ্ছে ৷ জাগানোর অনেক চেষ্টা করি ৷ পাথর পর্যন্ত ছুড়ি ৷ কিন্তু ওকে জাগাতে পারিনি ৷ শেষ পর্যন্ত এক পড়শিকে সব বলে চলে যাই ৷ তখন ঘরের দরজা বন্ধ ছিল ৷ আজ সকালে দেখছি, দরজা খোলা ৷" কয়েকদিন আগে বাড়িতে চুরি ঘটনাও উল্লেখ করেছেন তাঁর স্ত্রী ৷ অভিযোগ, ঘর থেকে এলসিডি টিভি, গ্যাস সিলিন্ডার, মিক্সার, পৌনে তিন ভরি সোনার গয়না আর 25 হাজার টাকা নিয়ে যায় চোরেরা ৷ সেই ঘটনা নিয়ে এলাকায় ঝামেলা চলছিল ৷ ওর বন্ধুরাও খুন করে থাকতে পারে বলে উল্লেখ করেন মৃতের স্ত্রী মৌসুমী মণ্ডল ৷

এলাকার বাসিন্দা লক্ষ্মণ মণ্ডল বলেন, "গতকাল সকালে ভালোই ঘোরাঘুরি করছিল ৷ শুনলাম, ওর টোটো নাকি আটকে দেওয়া হয়েছে ৷ তার আগে বাড়িতে চুরি হয়েছিল ৷ আসামীকে ধরেও ফেলেছিল ৷ সেই ঘটনায় গ্রামে বিচারও বসেছিল ৷ মীমাংসা হয়নি ৷ এনিয়ে থানা-পুলিশ হয় ৷ আমার মনে হচ্ছে, ওকে খুন করা হয়েছে ৷" পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

আরও পড়ুন:

  1. নৃশংস ! সন্দেহের জেরে স্ত্রী'র গলার নলি কেটে খুন স্বামীর
  2. বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন যুবতীর!
  3. মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ, ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারল ছেলে

ABOUT THE AUTHOR

...view details