মালদা, 23 নভেম্বর: প্রেমিক-প্রেমিকার মৃতদেহ উদ্ধারের (Couple's Body recovered From Malda) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদা শহরে (Malda News) । আজ সকালে শহরের (Malda Englishbazar) এয়ারপোর্ট মাঠ থেকে ওই দু’জনের দেহ উদ্ধার হয় । মৃত যুবকের পরিবারের তরফে খুনের (family alleges murder ) অভিযোগ তোলা হয়েছে । একই অভিযোগ এলাকাবাসীরও । যদিও পুলিশ ঘটনাকে দুর্ঘটনা (police suspects accident in malda) বলে মনে করছে ৷ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন ডিএসপি (সদর) প্রশান্ত দেবনাথ । মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ।
এয়ারপোর্ট মাঠে প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণকারীদের ভিড় থাকে । আজও তার ব্যতিক্রম হয়নি । সকাল ন'টা নাগাদ কয়েকজন প্রাতঃভ্রমণকারীর নজরে পড়ে যে, মাঠের এক পাশে একটি গর্তের মধ্যে পড়ে রয়েছে দুটি দেহ । বেশ কিছুটা দূরে পড়ে রয়েছে একটি মোটরবাইক । এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায় । খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় । খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ।
ডিএসপি (সদর) জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, এয়ারপোর্ট মাঠে একটি দুর্ঘটনা ঘটেছে । একটি মোটরবাইক ও দুটি মৃতদেহ পড়ে রয়েছে । যতদূর ধারণা, বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল । নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে । মৃতদের পরিচয় জানা গিয়েছে । যুবতীর নাম সম্বিকা রায় ওরফে খুকু । বয়স 18 বছর । বাড়ি পাশেই, তেলিপুকুর এলাকায় । মৃত যুবকের নাম রণি দাস। বয়স 22 বছর । বাড়ি বাগবাড়ি বাঁধ রোডে । ওই যুবকও এলাকারই বাসিন্দা । প্রাথমিকভাবে অনুমান, 7-8 ঘণ্টা আগে এই ঘটনা ঘটেছে । গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে । তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । মৃত যুবক-যুবতীর মধ্যে কোনও সম্পর্ক ছিল কি না, সেটাও এখনও স্পষ্ট নয় ।