মালদা, 2 ফেব্রুয়ারি : সালিশি সভায় চলল গুলি ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত এক ৷ আহত হয়েছেন আরও একজন ৷ আজ, সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোজমপুর সংলগ্ন নারায়ণপুর গ্রামে৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ৷ গিয়েছেন এলাকার বিধায়ক ইশা খান চৌধুরিও৷ তবে এই ঘটনা নিয়ে এখনও কেউ কিছু বলতে নারাজ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটে নারায়ণপুর গ্রামের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা তুহুর আলি বিশ্বাসের বাড়িতে৷ এলাকায় তিনি তুহুর মহাজন নামে পরিচিত৷ পারিবারিক কোনও বিবাদের জেরে আজ সেই বাড়িতে সালিশি সভার আয়োজন করা হয়েছিল৷ সভা চলাকালীনই দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়৷ হঠাৎ গুলি চলতে শুরু করে৷ একটি গুলি লাগে সেখানে উপস্থিত শরিফ নওয়াজ চৌধুরির পেটে৷ 29 বছরের শরিফ ঘটনাস্থলেই মারা যান৷ আরেকটি গুলি লাগে 34 বছর বয়সি সালাম চৌধুরির শরীরের পিছনের অংশে৷ গুলির শব্দে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায়৷ গুলিবিদ্ধ দু’জনকেই সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ চিকিৎসকরা শরিফ নওয়াজকে মৃত বলে ঘোষণা করেন৷